বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৮:৪৭

অ্যাপল স্বাগত জানাবে মুদ্রাকে!

অ্যাপল স্বাগত জানাবে মুদ্রাকে!

এক্সক্লুসিভ ডেস্ক : অ্যাপল স্বাগত জানাবে মুদ্রাকে কারণ অ্যাপল শিগগিরই তাদের অ্যাপ স্টোরের বিভিন্ন অ্যাপ্লিকেশনে বিটকয়েনের মতো স্বীকৃত ভারচুয়াল মুদ্রা যুক্ত করতে দেবে। অ্যাপলের অ্যাপ স্টোরে থাকা অ্যাপ্লিকেশনে ভারচুয়াল মুদ্রা ব্যবহার করা যাবে।

এতদিন যে অ্যাপ্লিকেশনগুলো ভারচুয়াল মুদ্রার বিনিময়ে লেনদেন করত, অ্যাপল সেগুলোর বিষয়ে কঠোর অবস্থানে ছিল। বিবিসির এক খবওে জানা যায় সফটওয়্যার ডেভেলপারদের জন্য  ভারচুয়াল মুদ্রাযুক্ত অ্যাপ্লিকেশন তৈরির নীতিমালাতে পরিবর্তন এনেছে অ্যাপল।

যদিও এখনও কোনো কোনো ভারচুয়াল মুদ্রা ব্যবহার করা যাবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে অনেকেই ধারণা করছেন, ভারচুয়াল মুদ্রা হিসেবে জনপ্রিয় বিটকয়েন সাইবার ক্যাশ সিস্টেমকেই অনুমোদন দেবে অ্যাপল।

কিন্তু কী এই বিটকয়েন? স্বাধীন গ্রাহক থেকে গ্রাহকের মধ্যে অনলাইন লেনদেনের ডিজিটাল মাধ্যম এটি। ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রটোকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রার নাম বিটকয়েন।

২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে