বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১৮:৩৭

মানুষের দাঁত দিয়ে জুতা তৈরি!

মানুষের দাঁত দিয়ে জুতা তৈরি!

এক্সক্লুসিভ ডেস্ক : অন্য রকম জুতা এবার বাজারে। দাঁত দিয়ে তৈরি।  তাও আবার মানুষের দাঁত।  গুনে গুনে ১০৫০টি দাঁত দিয়ে তৈর করা হয়েছে একজোড়া অভিনব জুতা।

জুতাজোড়া দেখলে যে কারো নিঃসন্দেহে দৃষ্টি কাড়বে। মানুষের দাঁত লাগানো জুতা নিয়ে বেশ কৌতুহলের সৃষ্টি হয়েছে।

প্রথম দেখায় অনেকেই আঁতকেও উঠতে পারেন। কারণ, জুতার জোড়াটির নগ্ন দাঁতগুলো বেশ ভয়ঙ্ককরও।

নকশাকার মারিয়ানা ফ্যানটিচ ও ডোমিনিক ইয়াং অবশ্য বলেছেন, রাবার সোলের সঙ্গে জুতাটির বেশ মানিয়েছে।

একটি ওয়েবসাইটে এক ব্যক্তি মন্তব্য করেছেন, বৈচিত্র্যের দিক থেকে জুতাটি সত্যিই আকর্ষণীয়।

কিন্তু স্বাভাবিকভাবে নিলে নিজেকে হেয় মনে হবে। কারণ যে দাঁত দিয়ে পিষিয়ে আহার করেছি তা এখন জুতার গোড়ালিতে।
সূত্র : ইন্টারনেট

২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে