এক্সক্লুসিভ ডেস্ক : গভীর রাতে এক যুবক তার বান্ধবীকে মোবাইলে মেসেজ পাঠাচ্ছিল৷ মেসেজ করতে করতে বেশ কয়েক ঘণ্টা কেটে যায়৷ এই মেসেজ পাঠানোর সময় যুবকের ঘর ছিল এক্কেবারে অন্ধকার৷ ঠিক সেই সময় ওই যুবকের চোখে প্রচণ্ড ব্যথা হতে শুরু করে৷ সে বুঝতে পারে না, তার ঠিক কেন এমনটা হচ্ছে৷
চীনের বাসিন্দা ওই যুবকের চোখে খুব ব্যাথা শুরু হতে হতে, তা অসহ্য আকার নেয়৷ কিছুক্ষণ পর সে বুঝতে পারে, তার চোখের রেটিনা বেরিয়ে আসছে৷ রেটিনা বেরিয়ে আসতে থাকায় সে চিৎকার করে সাহায্য চায়৷ আশপাশ থেকে অনেকেই৷ তারা তাকে রাতেই চিকিৎসার জন্য নিয়ে যায় হাসপাতালে৷ হাসপাতালের জরুরিভিত্তিতে তার চোখের অপারেশন হয়৷ রেটিনা ডিটেচমেন্টকে ঠিক করা হয়৷ সম্প্রতি খবরটি প্রকাশ করেছে ইংরেজি একটি দৈনিক।
যৌবনে এই রোগ কেনও বাড়ছে?
ওই যুবকের রেটিনা পুনস্থাপন করা চিকিৎসকরা তার পরিবারকে জানান, প্রচুর পরিমাণে মোবাইলে এসএমএস করার জন্য চোখে চাপ পড়ে৷ এরফলে রেটিনার এই হাল হয়৷ চিকিৎসকরা জানাচ্ছেন, এতদিন এই রেটিনা বেরিয়ে আসার রোগটি মূলত অতি বয়স্কদের মধ্যেই দেখা যেত৷ ইদানিংকালে, এই রোগে আক্রান্ত হচ্ছেন এই প্রজন্মের যুবক-যুবতীরা।
বিশেষ করে আধুনিক টেকনোলজির প্রয়োজনের তুলনার বেশি ব্যবহার করার জন্যই এই প্রজন্মের যুবক-যুবতীদের চোখ খারাপ হয়ে যাচ্ছে৷ চিকিৎসকরা আরও বলছেন, মানুষের চোখ থ্রি-ডি ইমেজ দেখার মতো করে তৈরি৷ কিন্তু, মোবাইলে আমাদের চোখ টু-ডি স্ক্রিনে থ্রি-ডি ইমেজ খুঁজতে থাকে৷ আর সেই কারণেই রেটিনা ডিটেচমেন্ট হয়৷ যা আগামিদিনে ভয়াবহ আকার নিতে পারে৷
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস