বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৪১:০৯

মস্তিষ্ক সতেজ রাখে একাধিক ভাষা

মস্তিষ্ক সতেজ রাখে একাধিক ভাষা

এক্সক্লুসিভ ডেস্ক : যারা একাধিক ভাষায় কথা বলেন, তাদের বোধশক্তি, বুদ্ধিমত্তা অনেক বেশি থাকে। তাদের সামাজিক ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পাশাপাশি তাদের মস্তিষ্ক তুলনামূলক সতেজ থাকে। এমনকি বুড়ো বয়সেও তারা এই সুবিধাটি পেয়ে থাকেন।

স্কটল্যান্ডের ২৬২ জনের মানুষের ওপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকেরা।

এডিনবরো বিশ্ববিদ্যালয়ের টমাস ব্যাক বলেন, ‘দ্বিতীয় ভাষা শেখার ফলে চিন্তাশক্তি বাড়ে এবং বুড়ো বয়সে স্মৃতিভ্রষ্ট সমস্যা বিলম্বিত হয়।’

গবেষকরা দেখতে পেয়েছেন, যারা একাধিক ভাষায় কথা বলেন, তাদের বোধশক্তি, বুদ্ধিমত্তা অনেক বেশি থাকে।

সমীক্ষাটি প্রকাশিত হয়েছে অ্যানালস অব নিউরোলজি জার্নালে।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে