বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৪৯:২৭

৫ বছরের শিশুর প্রেমে ৩ প্রেমিকা!

৫ বছরের শিশুর প্রেমে ৩ প্রেমিকা!

এক্সক্লুসিভ ডেস্ক : পাঁচ বছরের এক শিশুর প্রেমে পড়েছেন তিন প্রেমিকা! এর মধ্যেই দু’ দু’জন প্রেমিকার মন জয় করে উড়ছে সে! বিস্ময়ের গল্প কিন্তু এখানেই শেষ নয়! তৃতীয় এক মেয়েও তার মন জয় করে নিতে চাইছে!

এ নিয়েই মহাবিপাকে পড়েছে অজ্ঞাতপরিচয় ওই শিশুটি! কারণ, সে তিন নম্বর প্রেমিকা চায় না, দু’জনকে নিয়েই খুশি! নিজের প্রেমিকাদের নিয়ে শিশুটির সঙ্গে তার মায়ের কথোপকথনের একটি ভিডিও শুক্রবার ইউটিউবে প্রকাশ হয়।

ভিডিওটির উদ্ধৃতি দিয়ে মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন জানায়, শিশুটির তার মায়ের প্রশ্নের উত্তরে সাফ জানিয়ে দিচ্ছিল, সে তৃতীয় জনের প্রেমের প্রস্তাব গ্রহণ করবে না! পুঁচকের মায়ের সঙ্গে কথোপকথনের ভিডিওতে শোনা যায়, সে বলছে, ‘আমার দু’জন প্রেমিকা থাকতে পারে।

কিন্তু আমি তিন নম্বর প্রেমিকা চাই না। এতে আমাকে একজনকে ছেড়ে দিতে হতে পারে।’ বিস্ময়ে হতবাক মা জিজ্ঞেস করেন, ‘কার সঙ্গে ছাড়াছাড়িতে যাচ্ছ, এটা তুমি কীভাবে সিদ্ধান্ত নেবে?’

ছেলেটির পাল্টা উত্তর, ‘আমি জানি না, তারা সবাই সুন্দর!’ ইউটিউবে প্রকাশের ভিডিওটি গত দু’দিনে সাড়ে ১১ লাখেরও বেশিবার প্রদর্শিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে