বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫০:৩৫

আমের নাম নরেন্দ্র মোদি

আমের নাম নরেন্দ্র মোদি

এক্সক্লুসিভ ডেস্ক : পৃথিবীর সব দেশেই ফল-ফলাদিতে ভরা। কিন্তু নতুন এক আমের উদ্ভাবন করেছেন হাজি কলিমুল্লাহ নামে এক মোদি ভক্ত। তার নতুন উদ্ভাবিত হাইব্রিড আমের নাম রেখেছেন ‘নমো’ যার পুরো নাম নরেন্দ্র মোদি। ভারতে লোকসভা নির্বাচনের আগেই মোদি-জ্বরে কাঁপছিল পুরো ভারত।

নির্বাচনে মোদির বিপুল জয়ের পর তাতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভাবী প্রধানমন্ত্রীকে নিয়ে নানা সব কাণ্ড পাকাচ্ছেন তার ভক্তরা। দেশটির লক্ষেèৗর এক প্রবীণ আমচাষি তার নতুন উদ্ভাবিত হাইব্রিড আমের নাম মোদির নামে রেখেছেন।


শনিবার বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ‘আমের রাজা’ নামে খ্যাত প্রবীণ চাষি হাজি কলিমুল্লাহ নতুন এক ধরনের হাইব্রিড আম উদ্ভাবন করেছেন। তিনি এর নাম দিয়েছেন ‘নমো আম’।

নরেন্দ্র মোদির নামের প্রথম অংশ থেকে নেওয়া হয়েছে ‘ন’ এবং দ্বিতীয় অংশ থেকে নেওয়া হয়েছে ‘মো’। দুটি মিলিয়ে করা হয়েছে ‘নমো আম’।

ওই চাষি এর আগেও অনেক প্রজাতির হাইব্রিড আম উদ্ভাবন করে খ্যাতিমান ব্যক্তিদের নামে রেখেছেন। তার দাবি, নতুন উদ্ভাবিত আমটি মোদির ব্যক্তিত্বের সঙ্গে যাবে। তার নামেই এটি উৎসর্গ করা হয়েছে।

কলিমুল্লাহ বলেন, ‘আমার ইচ্ছা, এ জাতের প্রথম পাকা আমটি মোদির কাছে যাবে। তিনি এর স্বাদ নেবেন এবং আমটির সুঘ্রাণ বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি করবেন।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে