বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫৭:০৫

ডেটিং করলেই বেশি নম্বর!

ডেটিং করলেই বেশি নম্বর!

এক্সক্লুসিভ ডেস্ক : ডেটিং করলেই পরীক্ষায় বেশি নম্বর দেয়া হবে এমন অভিনব উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজের এক প্রভাষক। ফেসবুক আর টুইটারের নেশা কাটাতে তার এ কৌশলী উদ্যোগ।

যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজের প্রভাষক কেরি ক্রোনিন সিদ্ধান্ত নিয়েছেন, ডেটিংয়ে যারা বাইরে ঘুরতে যাবে, তাদের তিনি বেশি নম্বর দেবেন।

অবশ্য ওই শিক্ষিকা ডেটিংয়ের জন্য কিছু বিধি-নিষেধও আরোপ করেছেন। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে চুমু খেতে ও শারীরিক সম্পর্কে জড়াতে পারবে না। পারবে না অ্যালকোহল সেবন করতে।

কেরি ক্রোনিনের মতে, অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের ফলে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগের দক্ষতা কমে যাচ্ছে। ফেসবুক ও টুইটার জাতীয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইটগুলোতে বেশি আসক্ত হওয়ার ফলে বাস্তব জীবনে সামাজিক মেলামেশার দক্ষতাও অনেকটা খর্ব হয়ে যায়। যার কারণে তিনি এ উদ্যোগ নিয়েছেন।

ওই শিক্ষিকা বলেন, এখন আর ডেটিংয়ে যাওয়ার সাহসটুকু অনেকে করতে পারে না। নিজের মন অন্যের জন্য সঁপে দেয়ার কাজটা সহজ নয় বলে জানান তিনি।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে