১৯৭,৮৭০ ডলারের আংটি
এক্সক্লুসিভ ডেস্ক : নিলামে উঠল ১৮ শতকের মাইসোরের রাজা টিপু সুলতানের আংটি৷ ৪২.২ গ্রামের সেই আংটির দাম উঠেছে ১৪৫০০০ ইউরো, যা প্রায় ১৯৭,৮৭০ ডলারের সমান৷ লন্ডনের নিলাম সংস্থা ক্রিশ্চির উদ্যোগে এই নিলাম অনুষ্ঠিত হয়৷
টিপু সুলতানের এই ঐতিহাসিক আংটিটিতে দেবনাগরী হরফে হিন্দু দেবতা রামের নাম লেখা রয়েছে বলে জানা গিয়েছে৷ তবে আংটিটি কে বা কোন সংস্থা কিনেছে তা প্রকাশ্যে আনা হয়নি৷
১০ বার দর ওঠে আংটিটির৷ ১৭৯৮-১৭৯৯ সালে চতুর্থ অ্যাংলো-মাইসোর যুদ্ধে মৃত্যু হয়েছিল টিপু সুলতানের৷ এই রাজার মৃত্যুর পর তার হাত থেকে আংটিটি খুলে নেওয়া হয়েছিল বলে গুজব৷ হিন্দু দেবতার নামের আংটি মুসলিম সম্রাটের পরায় সেবিষয়ে সমালোচনাও কম হয়নি৷
টিপু সুলতান ইউনাইটেড ফ্রন্টের পক্ষ থেকে ভারত সরকারকে এবিষয়ে হস্তক্ষেপের আর্জিও জানানো হয়েছে৷ ২০১২ সালে ক্রিশ্চির পক্ষ থেকে নিলামের আয়োজন করা হলেও পরে তা বাতিল হয়ে যায়৷
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস