ওয়ার্ল্ড সিরিজে ষাঁড়!
এক্সক্লুসিভ ডেস্ক : শ্বাস রুদ্ধকর লড়াই। দারুণ জমজমাট। লড়াইয়ে ম্যাটাডোরদের হাতেই সাধারণত মারা যায় ষাঁড়। কিন্তু এবার ঘটেছে তার বিপত্তি। পাক্কা খেলোয়াড় ষাঁড়।
ষাঁড়ের গুঁতায় তিন তিনজন ম্যাটাডোর এবার কুপোকাত হয়েছে। একজনকে করতে হয়েছে জরুরি অস্ত্রোপচার।
মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রিদের লাস ভেনটাসে ‘ওয়ার্ল্ড সিরিজে’ ষাঁড়ের সংগ্রহ ৩ আর ম্যাটাডোর ০।
তবে আর কোনো প্রতিযোগী না পাওয়ায় ৩৫ বছরের মধ্যে এ প্রথম প্রতিযোগিতা বাতিল করতে বাধ্য হয়েছে আয়োজকরা। ষাঁড়ের লড়াইয়ের পুরো ইতিহাসে প্রতিযোগীর অভাবে আসরটি গুটিয়ে নেয়া হলো। তবে আসর গুটিয়ে নেয়ার ঘটনা এ নিয়ে তিনবার ঘটল।
‘ষাঁড়ের লড়াই ক্রীড়া নয়। এটা খেলা হিসেবেও কখনো বিবেচিত হয়নি। এটা একটা ট্রাজেডি।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস