৩০ মিনিটের তরুণ প্রধানমন্ত্রী!
এক্সক্লুসিভ ডেস্ক : টুইটারে এক টিনএজার নিজেকে ৩০ মিনিটের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকারি টুইটার অ্যাকাউন্টটি আর্কাইভ করে নরেন্দ্র মোদির জন্য নতুন টুইটার অ্যাকাউন্ট খোলার মাঝের সময় তিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।
তবে মাইক্রো ব্লগিং সাইটে লখনউয়ের কাসের আলির প্রধানমন্ত্রিত্ব স্থায়ী হয় মাত্র ৩০ মিনিট। এ জন্য বাবা-মায়ের বকা খেতে হয় ওই তরুণকে।
তার ইচ্ছা ছিল, আর পাঁচজনের থেকে টুইটার অ্যাকাউন্টটিকে একটু অন্য রকম করার। হঠাৎ ‘পিএমও ইন্ডিয়া’ নামটা মাথায় আসে তার। সদ্য উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরানো কাসের আলি টুইটার হ্যান্ডেল সেভ করার সময় ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কোন গলিতে ঢুকে পড়েছে সে।
কিছুক্ষণ পর অবশ্য #Handlegate- ঢোকার পর টনক নড়ে কাসেরের। পরে বুঝতে পারে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ভারতের নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দায়িত্ব নেয়ার মধ্যবর্তী সময়ে পিএমও’র টুইটার হ্যান্ডেলে ঢুকে পড়েছে। পরে অবশ্য টুইট করে পুরো ঘটনার জন্য ক্ষমা চায় সে। বদলে ফেলে হ্যান্ডলটিও।
উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকারি টুইট অ্যাকাউন্ট ছিল @PMOIndia। দশ লক্ষেরও বেশি ফলোয়ার ছিল ওই অ্যাকাউন্টে। কিন্তু তিনি প্রধানমন্ত্রীর দপ্ততর ত্যাগের পরই টুইটার হ্যান্ডেলের নাম বদলের সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রীর দপ্তরের মনমোহন সিংয়ের কার্যকালে টুইটগুলো সংরক্ষণ করতে হ্যান্ডেলের নাম বদলে করা হয় @PMOIndisArchive।
নাম পরিবর্তনের মাঝেই এমন কাণ্ড ঘটিয়ে ফেলে তরুণটি। প্রধানমন্ত্রীর দপ্তরের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ বিজেপি। টুইটার অ্যাকাউন্টের নাম বদলের তীব্র নিন্দা জানায় তারা। টুইটার অ্যাকাউন্টকে ‘জাতীয় সম্পদ’ বলে মন্তব্য করে নয়া শাসক দল।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস