এসি হেলমেট
এক্সক্লুসিভ ডেস্ক : এক সময় মানুষ মাথা ঠাণ্ডা রাখার জন্য ব্যবহার করতেন বিভিন্ন রকমের তৈল। আর যারা যুদ্ধের ময়দানে যেতেন নিরাপত্তার জন্য তারা ব্যবহার করতেন লোহার হেলমেট। প্রযুক্তির যুগে কী আর সেইসব চলে? না চলে না! তাইতো প্রয়োজন এয়ার কন্ডিশন্ড হেলমেট বা এসি হেলমেট। শুনে অবাক হয়ে গেলেন?
সেনাদের মাথা ঠাণ্ডা রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তৈরি করছে এয়ার কন্ডিশন্ড হেলমেট। এর সঙ্গে সংযুক্ত রয়েছে বাতাস পরিশুদ্ধকারী শ্বাসগ্রহণ সহায়ক যন্ত্র, যার ফলে ব্যবহারকারী রাসায়নিক পদার্থ ও জীবণু থেকে সুরক্ষা পাবেন। অর্থাৎ, এই হেলমেট পরিধান করলে যুদ্ধের ময়দানেও সেনারা উপভোগ করবে ঠাণ্ডা আর পরিশুদ্ধ বাতাস।
মার্কিন সেনাবাহিনীর এজউড কেমিকেল বাইওলোজিকাল সেন্টার ২০১৩ সালে শুরু করে পরবর্তী প্রজন্মের এই শ্বাসগ্রহণ সহায়ক যন্ত্র তৈরির কাজ। প্রচলিত শ্বাসগ্রহণ সহায়ক যন্ত্রগুলো ভারী ও আকারে বড়। পক্ষান্তরে নতুন এই ডিজাইন অনেক হালকা। আর এটা চালাতেও কম শক্তি প্রয়োজন হয়। এই হেলমেট ব্যবহার করতেও খুব আরামদায়কও বটে।
নতুন এ প্রযুক্তি সেনাবাহিনীর এম-৫০ মুখোশে ব্যবহার করে সফল পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানিরা। সেনাদের একাধিক যুদ্ধ অনুশীলনে এর পরীক্ষা চালানো হয়।
সেনা কর্মকর্তারা বলেছেন, আধুনিক এ হেলমেট অনেক বেশি আরামদায়ক। আরও নিত্যনতুন হেলমেট বানানেরা জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন এজউডের গবেষকরা।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস