বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪৭:৫৮

মহাকালের অন্তিম মিলন!

মহাকালের অন্তিম মিলন!

এক্সক্লুসিভ ডেস্ক : মরে গেলেও প্রেম যেন বেঁচে আছে। সে প্রেম আচ্ছন্ন হয়ে আছে সাগরতলে চিরনিদ্রিত প্রেমিক যুগলের চারপাশে। মুখোমুখি শুয়ে যেন তারা অনন্তকালের অনুরাগের কথা বলছে। সাগরতলে সলিলসমাধির ৬ মাস পরেও অক্ষত তাদের দেহ, বসন-ভূষণ।

তখন ২০১৩ সালের অক্টোবর মাস। সিরিয়ায় প্রচ- যুদ্ধ। তাই সিরিয়া থেকে একদল শরণার্থী ইতালির উদ্দেশ্যে একটি ছোট জাহাজে রওনা দেয়। ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের কাছে এসে বৈরি আবহাওয়ার কারণে জাহাজটি ডুবে যায়। এতে সলিলসমাধি ঘটে ৩০০ যাত্রীর।

সম্প্রতি ভূমধ্যসাগরের তলদেশে তল্লাসি চালায় ল্যাম্পেডুসার পুলিশ। সমুদ্রের অতলে ডুবুরিরা বিধ্বস্ত জাহাজটিকে অবশেষে খুঁজে পায়। সাগরের তলায় মুখ থুবড়ে পড়ে থাকা জলযানের আশেপাশে ও ভিতরে মিলেছে অসংখ্য হতভাগ্য মানুষের মৃতদেহ।

ডুবে যাওয়া জাহাজের এক কোণায় সন্ধান পাওয়া যায় এমনই এক প্রেমিক যুগলের- যারা প্রবল ভালোবাসায় মুখোমুখি শুয়ে যেন হৃদয়ের কথা বলছে। তাদের দেহ রয়েছে পুরোপুরি অক্ষত। প্রকৃতির বিচিত্র খেয়াল যেন তাদের অন্তিম মিলনকে অম্লান করে রেখেছে।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে