বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫৭:৪৫

অলৌকিক আগুন!

অলৌকিক আগুন!

এক্সক্লুসিভ ডেস্ক : 'অলৌকিক' অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের কয়েকটি পরিবার। কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এ আগুন। সবাই তো নির্বাক। কীভাবে হচ্ছে, কে করছে, সবই যেন ধরাছোঁয়ার বাইরে।

জানা গেছে, ভুক্তভোগী পরিবারের নারী-পুরুষ, পুত্র-কন্যা সবাই পাহারা দিচ্ছেন বাড়িঘর। কারণ কখন কোথায় আগুন জ্বলে ওঠে তা নেভাতে সবাইকে সতর্ক থাকতে হচ্ছে।

কয়েকটি পরিবারের বাড়িঘরে কোনো কাপড়-চোপড় নেই বললেই চলে। বিছানা, সোফাসেটসহ সব কাপড়ের আংশিক কিংবা অর্ধেক পুড়ে গেছে। যে কাপড়-চোপড় অক্ষত রয়েছে তা পুড়ে যাওয়ার ভয়ে পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। মহাদেবপুরের কালনা গ্রাম থেকে আইয়ুব হোসেন অগ্নিকাণ্ড দেখার জন্য শ্বশুরবাড়িতে এসে শার্ট খুলে ঘরে রেখে বাইরে আসার সঙ্গে সঙ্গেই এটি আগুনে পুড়ে যায়। তিনি এখন খালি গায়ে শ্বশুরবাড়িতে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর পর্যন্ত কমপক্ষে ৩০ বার বিভিন্ন স্থানে আগুন জ্বলে ওঠে।

এ বিষয়ে মুকুল নামের একজন জানান, গত ৩ মাস আগে থেকে এ সমস্যা দেখা দেয়।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সোবহান ও থানার ওসি আজিজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের সামনেও আগুন জ্বলে ওঠে বলে জানা গেছে।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে