বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:০৩:০৪

নারী কণ্ঠে টিয়ার হাসি!

নারী কণ্ঠে টিয়ার হাসি!

এক্সক্লুসিভ ডেস্ক : অদ্ভূত কা-! রাস্তা দিয়ে হাঁটছেন, পেছনে হঠাৎ নারীর হাসি। কিন্তু পেছন ঘুরে দেখবেন কেউ নেই। আপনি ভূত-প্রেত ভেবে ঘাবড়ে যেতেই পারেন।  তবে ভয় পাওয়ার কিছু নেই।

কা-টি আসলে এক টিয়া পাখির! ইরি নামের টিয়া পাখিটি খুব সহজেই যে কোনো নারীর হাসি হাসতে পারে। যা আপনাকে বিস্মিত করে তুলতে পারে।

২০০৭ সালে ইরির এ কীর্তির ভিডিওটি রেড্ডি নামের এক সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে দেয়া হয়। ভিডিওটি ওয়েবসাইটে দেয়ার পর থেকে অসংখ্য লোক হতবুদ্ধি হয়েছে টিয়া পাখিটির কা- দেখে!
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে