বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:০৪:৩১

পানির নিচের অবিশ্বাস্য যত মিউজিয়াম

পানির নিচের অবিশ্বাস্য যত মিউজিয়াম

এক্সক্লুসিভ ডেস্ক : আপনি হয়তো জাদুঘর দেখেছেন। কিন্তু পানির নিচের জাদুঘর বা মিউজিয়ামের কথা কখনো কি শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে আজ পরিচিত হয়ে নিন পানির নিচের কিছু জাদুঘরের সাথে। আর এই জাদুঘরগুলোতে যেতে হলে স্কুবা ডাইভ বা স্নরকেল পরে পানিতে নামতে হবে।

. হেরডস হারবার : এক সময় রোম সাম্রাজ্যের বাণিজ্যিক বন্দর হিসেবে ব্যবহার করা হতো এই হারবার। আজ সেখানেই সমুদ্রসীমার থেকে ২০ ফুট পানির নিচে পড়ে রয়েছে সেই রোম সাম্রাজ্য। ইসরায়েলের উপকূলবর্তী সিজারিয়ার কাছেই এটি। এখানে রোম সাম্রাজ্যের প্রাসাদ, জাহাজ ইত্যাদির ফিনিশিয় ও কনস্ট্যানটিনোপলের পিলার দেয়ালের অংশ দেখেতে ডুব দেন মানুষ।

. মুসেও সুবাকোয়াতিকো ডি আরতি (এমইউএসএ) : মেক্সিকোর ক্যানকুন ও ইসলা মুয়েরস এর মধ্যে পানির নিচে রয়েছে বিস্ময়কর কোরাল রিফের জাদুঘর। এখানকার আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনে এমনও অবস্থা হতে পারে যে, মানুষকে এভাবেই পানির নিচে বাস করতে হবে। এ আশঙ্কা থেকেই কোরাল বাঁচাতে সত্যিকার মানুষের মূর্তি বানিয়েছেন ব্রিটিশ শিল্পী জেসন ডি কেইয়ারস টেইলর। মূর্তিগুলো এমন পদার্থ দিয়ে বানানো হয়েছে যা কোরালে বৃদ্ধিতে সহায়তা করে।

. গ্রেনাডা আন্ডারওয়াটার স্কাল্পচার পার্ক : প্রতিভাবান শিল্পী ও ফটোগ্রাফার জেসন ডিকেইয়ারস মিলিওনিয়ার বে এর পানির নিচের জাদুঘর সফর করে দারুণ কিছু ছবি তুলেছেন। সেখানে রয়েছে মানুষের বিবর্তনের নানা স্তর নিয়ে কংক্রিটের তৈরি ৬৫টি মানুষের মূর্তি।

. শিপর‌্যাক ট্রেইল : ফ্লোরিডা কিস ন্যাশনাল মেরিন স্যাঙ্কচুয়ারি নিকটে সরু পথে বিগত তিন শতাব্দি ধরে বহু জাহাজ ডুবে যাওয়ার ফলে এই এলাকার এমন নাম হয়েছে। এখানে ডুবে যাওয়া প্রতিটি জাহাজের খোঁজ করে তার যাত্রীদের আবাসস্থল বানিয়ে দেওয়া হয়েছে এখানে।

২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে