বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১৬:২৬

পেঙ্গুইনের বেশে মোরগ!

পেঙ্গুইনের বেশে মোরগ!

এক্সক্লুসিভ ডেস্ক : রেগে ফুলে অনেক সময় বাঘের আকার ধারণ করলেও বিড়াল তো বিড়ালই। কিন্তু ছোট বাচ্চাদের সেই বিড়ালকে বাঘের ভয় দেখালে তারা বাঘই মনে করে ভয় পায়।

কিন্তু বিস্ময়কর ঘটনা হলো, নিজেকে পেঙ্গুইন মনে করে একটি মোরগ পেঙ্গুইনের মতো হেঁটে সবাইকে জানান দেয়। বিচিত্র এই পেঙ্গুইন-মোরগের সন্ধান মিলেছে চীনের পূর্বাঞ্চলের ঝিজিয়াং প্রদেশের ঝিনহুয়া শহরে।

ঝং জিয়াংপিং নামে এক ব্যক্তি ১০ হাজার ইয়ানের (চীনা মুদ্রা) বিনিময়ে তিন বছর বয়সী এ মোরগটি কেনেন এক কৃষকের কাছ থেকে।

মোরগটি পেঙ্গুইনের মতো হাঁটাহাঁটি করে সবাইকে অবাক করে দিলেও আসল ঘটনা কিন্তু তা নয়। ঝিনহুয়া চিড়িয়াখানার প্রাণী ব্যবস্থাপনা বিভাগের প্রধান ওয়াং পেই জানিয়েছেন অন্য কথা।

তিনি জানান, ছোটবেলায় মোরগটির এমন এক অসুখ হয়েছিল যে, মোরগটি পেঙ্গুইনের মতো চলাফেরা করা ছাড়া চলতে পারে না। বিচিত্র রকমের এ মোরগটি যাতে মানুষ দেখতে পারে সেজন্য এটিকে স্থানীয় চিড়িয়াখানায় দিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মোরগ মালিক ঝং।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে