বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১৭:৩৯

ষাঁড়-সিংহের লড়াই!

ষাঁড়-সিংহের লড়াই!

এক্সক্লুসিভ ডেস্ক : একটি ক্ষুধার্ত সিংহ একটি ষাঁড়শাবককে শিকার করেছিল উদরপূর্তি করার জন্য। আর সিংহের ভয়ে ষাঁড়ের পাল প্রাণভয়ে দিগ্বিদিক দৌড়াতে থাকে, কিন্তু একটা ষাঁড়ের যে শক্তি তা দিয়ে তার পক্ষে আনায়াসেই সিংহকে ঘায়েল করা সম্ভব। কিন্তু তা তারা করে না। তবে যখন করে তখন তা খবর হয়।

আফ্রিকার বোতসোয়ানার ওকাভাঙগো সোয়াম্পস থেকে এমন এক ঘটনা তুলে ধরা হয়েছে। ষাঁড়ের দল ঘুরে দাঁড়িয়ে সিংহের মুখ থেকে শাবককে কেড়ে এনেছে, আর প্রাণ নিয়ে কোনোমতে ফিরে গেছে শিকারি পশুরাজ। এটা দেখে শাবকটির মা ছুটে আসে। শাবকটি দৌড়ে পালাতে চায়, কিন্তু সে জানত না, সেখানে আরেকটি সিংহ লুকিয়ে আছে শিকার করতে।

এবার উদ্ধারকর্তা হিসেবে ছুটে আসে অন্য একটি ষাঁড়। তবে সিংহরা এত সহজে শিকারকে ছেড়ে দিতে নারাজ। শুরু হয় সত্যিকারের সিংহ-ষাঁড়ের লড়াই। জলাভূমিটি কেঁপে ওঠে। তবে জয় হয় ষাঁড়ের।

ফটোগ্রাফার ওই দৃশ্য তার ক্যামেরায় তুলে ধরতে ভুল করেননি। তিনি জানান, সন্দেহ নেই যে সিংহরা ওইদিন সকালে ক্ষুধার্ত ছিল। তবে শেষ পর্যন্ত তারা জীবন নিয়ে পালাতে পেরেই ভাগ্যবান মনে করেছে। এটা ছিল অত্যন্ত নাটকীয় ঘটনা। তবে আফ্রিকান বনে এমনটা প্রায়ই ঘটে।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে