বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১৯:২৮

৫০০ বছর পর কলম্বাসের জাহাজের সন্ধান!

৫০০ বছর পর কলম্বাসের জাহাজের সন্ধান!

এক্সক্লুসিভ ডেস্ক : হাইতির উপকূলে সাগরতলায় ক্রিস্টোফার কলম্বাসের জাহাজ সান্তা মারিয়ার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার দাবি করেছেন সমুদ্রতলে অনুসন্ধানকারী ব্যারি ক্লিফফোর্ড।

১১ বছর আগে প্রথম জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পান ক্লিফফোর্ড। এটাই যে সান্তা মারিয়ার ধ্বংসাবশেষ তার যথেষ্ট প্রমাণ ক্লিফফোর্ডের কাছে রয়েছে বলে দাবি করেছেন তিনি।

ক্লিফফোর্ড জানান, কলম্বাস প্রথমে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যে জাহাজে যাত্রা করেছিলেন সেই সান্তা মারিয়া জাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ৫০০ বছর আগে ওখানেই সান্তা মারিয়া ডুবেছিল বলে কলম্বাস জানিয়েছিলেন।

ক্লিফফোর্ড আরও জানান, ২০০৩ সালে যখন প্রথম জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পান, তখন পরীক্ষার জন্য তিনি জাহাজটি থেকে একটি কামান তুলে এনেছিলেন।

প্রতœতাত্ত্বিকরা সে সময় কামানটি দেখে ভুল ব্যাখ্যা দিয়েছিলেন। তবে দুই বছর আগে ক্লিফফোর্ড গবেষণা করে দেখেন, এ ধরনের কামান ক্রিস্টোফারের সময় ব্যবহার করা হতো।

তাই ওই বছরই তিনি একদল বিশেষজ্ঞ নিয়ে আবার জাহাজটির ধ্বংসাবশেষের কাছে যান। তারা জাহাজটি থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন। জাহাজটির অনেক ছবিও তোলেন।

ক্লিফফোর্ডের সংগ্রহ করা প্রমাণগুলো বেশ গোছানো বলে জানিয়েছেন ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রত্নতত্ত্ববিদ চার্লস ব্রেকার। তবে যেখানে জাহাজটি পাওয়া গেছে, সেই জায়গা নিয়ে কিছু বিতর্ক আছে বলে জানিয়েছেন তিনি।

আগামী মাসে হাইতিতে ফিরে গিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে পরবর্তী পদক্ষেপ নেবেন ক্লিফফোর্ড।

এই জাহাজটিই কলম্বাসের সান্তা মারিয়া কি না? তা নিশ্চিত হতে আরো অপেক্ষা করতে হবে।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে