বিশ্বের বৃহত্তম হলুদ হীরা
এক্সক্লুসিভ ডেস্ক : ১২৫ কোটি টাকায় বিক্রি হলো বিশ্বের বৃহত্তম হলুদ হীরা। প্রায় ১০০ ক্যারেটের হীরার টুকরোটি এক কোটি ৬৩ লাখ মার্কিন ডলারে কিনেছেন এক নারী। ১৩ মে মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় এক নিলাম অনুষ্ঠানে হীরার টুকরোটি বিক্রি হয়।
নিলামকারী প্রতিষ্ঠান এটাকে ‘ভালো দাম’ উল্লেখ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এর দাম দেড় থেকে আড়াই লাখ ডলার পর্যন্ত উঠতে পারে।
‘দ্য গ্রাফ ভিভিড ডায়মন্ড’ বলে পরিচিত এই হীরার টুকরোটি বিশ্বের সবচেয়ে বড় হলুদ হীরাগুলোর একটি। এটির রং ড্যাফোডিল ফুলের মতো হলুদ।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস