বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:২১:৩৬

৮ যাত্রীর স্টেশন!

৮ যাত্রীর স্টেশন!

এক্সক্লুসিভ ডেস্ক : আগে ছিল ১৪, এখন ৮ যাত্রীর রেলস্টেশন। ব্রিটেনের সবচেয়ে কম ব্যবহৃত রেলস্টেশন এটি। রেলস্টেশনটির নাম টিসাইড এয়ারপোর্ট স্টেশন।

গত বছর মাত্র ৮ যাত্রী এ স্টেশনটি ব্যবহার করেছিল। তার আগের বছর সংখ্যাটা একটু বেশি ছিল। তখন ছিল ১৪ জন। সপ্তাহের রোববার মাত্র দুটি ট্রেনই চলে।

স্টেশনটি এতো ছোট যে, স্থানীয় এয়ারপোর্টের ওয়েবসাইট পর্যন্ত এটির খবর রাখে না। অথচ স্টেশনটির দূরত্ব টার্মিনাল থেকে এক কিলোমিটারও কম।

টার্মিনাল কর্মকর্তাদের দাবি, রেলস্টেশনটি ডুরহাম ট্রিজ ভ্যালি এয়ারপোর্ট থেকে সাত মাইল দূরে।

উত্তরাঞ্চলীয় রেলের একজন মুখপাত্র জানান, অন্য স্টেশনগুলোতে প্রচুর যাত্রী আসে। কিন্তু এ স্টেশনটিতে এতো কম যাত্রী আসে যে, তাদের খবর রাখারই দরকার মনে করি না। স্টেশনটিকে নতুন করে চিহ্নিত করা উচিত বলে মনে করেন তিনি। বৃহত্তর টিজ ভ্যালি মেট্রোর অংশ হিসেবে নির্মাণ করা হলে এটি রেল ও বিমানযাত্রীদের আরও বেশি সেবা দিতে পারবে। সে লক্ষ্যে কাজ করার চিন্তা-ভাবনা করা হচ্ছে।

কম যাত্রীর টিসাইড এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনটি চালু হয়েছিল ১৯৭১ সালে।  স্টেশনটির দুটি প্লাটফরম রয়েছে। টিসাইড এয়ারপোর্ট ২০০৪ সালে নাম পাল্টে ডুরহাম টিজ ভ্যালি হলেও রেলস্টেশনের নামটির পরিবর্তন হয়নি
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে