বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:২৫:০৪

হাত ধরে দু’বোনের জন্ম!

হাত ধরে দু’বোনের জন্ম!

এক্সক্লুসিভ ডেস্ক : অবিশ্বাস্য হলেও সত্য, হাত ধরেই পৃথিবীতে আসলো দু’বোন। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের এক হাসপাতালের।

গত শুক্রবার যমজ দু’বোনের জন্ম হয়েছে। জন্মের সময় একে অপরের হাত ধরেই রেখেছিল। এভাবে জন্ম নেয়াকে চিকিৎসাবিজ্ঞানে ‘মনোএমনিয়োটিক বার্থ’ বলা হয়। তবে একে অপরের হাত ধরাবস্থায় জন্ম নেয়ার ঘটনা সত্যিই বিরল। এমন ঘটনা প্রতি ১০ হাজারে মাত্র একটি হতে পারে বলে জানা গেছে।

নবজাতক এ দু’বোনের নাম জিলিয়ান ও জেনা। তাদের মায়ের নাম সারাহ।

মা সারাহ একটি গণমাধ্যমকে জানিয়েছেন, আমার গর্ভে হাত ধরে জন্মের ঘটনা আমি বিশ্বাস করতে পারছি না। জন্মের পরই জিলিয়ান ও জেনা নিজেদের ফুসফুসের সাহায্যে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে বলে তিনি জানান।

উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে দুই মুখ বিশিষ্ট জমজ সন্তান প্রসবের ঘটনা ঘটে। চিকিৎসকরা সে ঘটনাকেও বিরল বলেই উল্লেখ করেছেন।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে