বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:২৭:১০

নকল ডাকে খাবার জোগাড়!

নকল ডাকে খাবার জোগাড়!

এক্সক্লুসিভ ডেস্ক : বহু পাখির ডাক নকল করতে পারে বলে আফ্রিকার ফিঙে সব সময়ই গবেষকদের আগ্রহের বিষয়৷ কিন্তু লম্বা লেজের কুচকুচে কালো এই পাখি সেই কৌশল কাজে লাগিয়ে যেভাবে অন্যের খাবার চুরির করে তা দেখে বিজ্ঞানীরাও বিস্মিত৷

কালাহারি মরুভূমিতে ৮৭৪ ঘণ্টা ধরে ৬৪টি চামচপুচ্ছ ফিঙের ওপর পর্যবেক্ষণ চালিয়ে এ পাখির ‘মিথ্যে বলার কৌশল’ সম্পর্কে বিশদ জানতে পেরেছেন তারা।

গবেষকরা বলছেন, মরুভূমিতে যে কোনো বিপদে-আপদে পশু-পাখিদের মধ্যে ‘বিপদ সংকেত’ বিনিময় একটি সাধারণ নিয়ম৷ আগে থেকে সংকেত দিতে পারে বলে আফ্রিকার ফিঙের ওপর অন্য পাখি ও ছোট প্রাণীরা আস্থাও রাখে।

আর এর সুযোগ নিয়েই মিথ্যে সংকেতে ছোট পশু-পাখিদের ভড়কে দেয় ফিঙে। তারপর তাদের জোগাড় করা খাবার নিয়ে সটকে পড়াই এদের কৌশল৷

দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিশ্ববিদ্যালয়ের বিবর্তনীয় জীববিজ্ঞানের অধ্যাপক টম ফ্লাওয়ার বলেন, এ প্রজাতির ফিঙেরা এমনিতে সৎভাবেই খাবার সংগ্রহ করে৷ তাদের প্রধান শিকার বাতাসে উড়ে চলা ছোটখাট পতঙ্গ৷ কিন্তু বিরূপ আবহাওয়ায় যখন পোকামাকড় খুঁজে পাওয়া কঠিন, তখনই অন্যের খাবারে নজর পড়ে তাদের৷

একটি ফিঙে প্রতিদিন যে খাবার খায়, তার এক চতুর্থাংশই সে জোগাড় করে ‘মিথ্যে' সংকেতের প্রতারণার মাধ্যমে৷

পাইড ব্যাবলার, গ্লসি স্টারলিং, সোশ্যাল উইভার, ফ্যাকাশে চান্টিং গসহক, এমনকি মিয়ারক্যাটের মতো অন্তত ৫১ ধরনের পশু-পাখির ডাক নকল করতে পারে আফ্রিকার ফিঙে৷ তবে কাউকে ধোঁকা দেয়ার সময় প্রথমে নিজেদের বিপদ সংকেতটিই তারা ব্যবহার করে।

কাছাকাছি কোনো শিকারী পশু না থাকলেও ফিঙে এমনভাবে ডেকে ওঠে, যেন বিপদ একেবারে ঘাড়ের ওপর এসে পড়েছে৷ সেই সংকেতে ভয় পেয়ে নির্ধারিত পাখি বা প্রাণীটি পালালেই তার খাবার নিজের দখলে নেয় ফিঙে।

ফিঙের ডাকে কাজ না হলে অন্য প্রাণীর ডাক নকল করে আবারো সংকেত দেয় সে৷ তার পরের পদ্ধতি একই রকম৷

টম ফ্লাওয়ার জানান, ফিঙেরা সাধারণত যে আকারের পতঙ্গ শিকার করে, তার চেয়ে বড় আকারের খাবার –যেমন কাঁকড়াবিছা, গুবরে পোকা, এমনকি বড় আকারের টিকটিকিও সে এই কৌশলে পেয়ে যায়৷

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞানী আমান্ডা রিডলি বলেন, মনুষ্য সমাজে এমন প্রতারণা ভালো চোখে দেখা হবে না, সেটাই স্বাভাবিক৷ কিন্তু এমন বুদ্ধিদীপ্ত কৌশল যখন ছোট্ট একটি পাখি ব্যবহার করে, তখন আমরা অবাক না হয়ে পারি না৷

কেবল কৌশলে নয়, আফ্রিকার ফিঙে সাহসেও অনন্য৷ আকারে চারগুণ বড় ঈগল বা বাজের সঙ্গেও তারা যুদ্ধে জড়িয়ে পড়ে, যেন ডরভয় বলে কিচ্ছু নেই৷
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে