বানর মায়ের কান্না!
এক্সক্লুসিভ ডেস্ক : সন্তান হারানোর বেদনা মানুষের মতো বন্যপ্রাণীদের মধ্যেও বিদ্যমান। সন্তান হারানোর শোকে কাতর হয়ে পড়ে প্রাণীরা। তাদের শোকে আশপাশের পরিবেশও ভারী হয়ে ওঠে। যেমনটি ঘটেছে ইন্দোনেশিয়ার একটি পার্কে।
এমন একটি ঘটনার সাক্ষী অ্যান্ড্রু ওয়ারমস্লে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি ন্যাশনাল পার্কে একটি মাকাকিউ বানরকে তার সদ্যজাত মৃত বাচ্চাকে দুইদিন বুকে ধরে থাকতে দেখেছেন এক ফটোগ্রাফার। দৃশ্যটি তিনি ক্যামেরায় বন্দি করেছেন।
ওই ফটোগ্রাফার জানিয়েছেন, মা বানরটি তখন কোনো পুরুষ বানরকে পর্যন্ত মৃত বাচ্চাটিকে স্পর্শ করতে দেয়নি। পুরো সময় সে বাচ্চাকে আদর করেছে, ভারাক্রান্ত চোখে তাকিয়ে ছিল বাচ্চাটির দিকে। এমনকি তার চোখে জলও দেখা গেছে। এমন হৃদয়বিদারক দৃশ্য দেখে সহ্য করার মতো নয়।
বানরশাবকটির বয়স কয়েক সপ্তাহের। তবে কিভাবে সেটি মারা গেছে তা জানা যায়নি। মা বানর অবশ্য দুইদিন পর মৃত বাচ্চাকে ফেলে যায়।
মাকাকিউ বানর অত্যন্ত বিপন্নপ্রায় প্রাণী। ন্যাশনাল পার্কেই তাদের প্রধান আশ্রয়স্থল। স্থানীয় লোকজন মাংসের জন্য তাদের প্রায়ই হত্যা করে। ক্রিসমাস ও ইস্টার আগে তাদের মাংস বেশ আকর্ষণীয়।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস