নিজে নিজেই পরিষ্কার হবে গাড়ি!
এক্সক্লুসিভ ডেস্ক : অন্যরকম এক গাড়ি। নিজে নিজেই পরিষ্কার হবে গাড়িটি। অনেকেই আছেন যারা নিজের গাড়ি নিজেই ড্রাইভ করেন। চালক না রাখায় তাদের কষ্ট করে গাড়ি পরিষ্কারের কাজটা করতে হয়।
তবে এখন থেকে এ কষ্টটা আর করতে হবে না তাকে। গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘নিশান’ এমন একটি অদ্ভুত গাড়ি তৈরি করেছে।
প্রতিষ্ঠানটি জানায়, নিশান নোট সুপারমিনি মডেলের এ গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ধুলোবালি, পানি প্রতিরোধী এক বিশেষ ধরনের রং। নিশান ইউরোপিয়ান টেকনিক্যাল সেন্টারের প্রকৌশলীরা ‘টষঃৎধ-ঊাবৎ উৎ’ নামক এক বিশেষ ধরনের পেইন্টের ব্যবহারের কথা জানান।
ন্যানোটেকনোলজি ব্যবহারের মাধ্যমে এ রং উদ্ভাবন করেছে আল্ট্রাটেক ইন্টারন্যাশনাল। অন্যান্য ক্ষেত্রে এ ধরনের রংয়ের ব্যবহার এর আগে হলেও গাড়িতে এটাই প্রথম বলে দাবি নিশান কোম্পানির।
তবে এ প্রযুক্তি ব্যবহারের কোন চিন্তা-ভাবনা আপাতত এখন নেই প্রতিষ্ঠানটির। ইউরোপিয়ান টেস্টিং সেন্টারে এর উপর আরো পরীক্ষা-নিরীক্ষা চালাবে তারা
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস