জীবন বাঁচাল ডলফিন
এক্সক্লুসিভ ডেস্ক : হাঙরের হাত থেকে প্রাণ বাঁচাল একদল ডলফিন।
গভীর সমুদ্রে একা সাঁতার কাটছিলেন অ্যাডাম ওয়াকার। এসময় তার সামনে হাঙর পড়ে যায়। তাকে বাঁচাতে ছুটে আসে একদল ডলফিন। ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের নর্থইস্টার্ন কোস্টে।
অ্যাডাম ওয়াকার গত মঙ্গলবার ২৫ কিলোমিটার লম্বা কুক স্ট্রেইট অতিক্রম করছিলেন। তার ইচ্ছে ছিল, সেভেন ওসান অতিক্রমকারী প্রথম ব্রিটিশ পুরুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। এসময় একটি হাঙর তার পাশে ভাসতে দেখেন।
এ দৃশ্য দেখে অ্যাডামের আত্মা আঁতকে ওঠে। খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। ঠিক তখনই প্রায় ১০টি ডলফিন তাকে ঘিরে ধরে। অ্যাডামের সঙ্গে প্রায় এক ঘণ্টা সাঁতার কাটে।
ডলফিনগুলো নাকি তার গায়ে গায়ে ঘেঁষে সাঁতার কাটতে থাকে, যাতে হাঙরটি অ্যাডামকে দেখতে না পায়। এ ঘটনার পুরো ভিডিও করে রাখেন অ্যাডাম এবং পরদিনই এটি ইউটিউবে আপলোড করেন।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস