বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২৩:১৬

অদ্ভুত বন্ধুত্ব!

অদ্ভুত বন্ধুত্ব!

এক্সক্লুসিভ ডেস্ক : মানুষের পক্ষে বন্ধুত্ব গড়ে তোলা যতটা সহজ অন্য প্রাণীদের ক্ষেত্রে হয়তো ততটা সহজ নয়। তবে একই প্রজাতির প্রাণীদের মধ্যে বন্ধুত্বটা স্বাভাবিক বলা যায়। কিন্তু শামুক আর ব্যাঙ-এর বন্ধুত্বের কথা শুনলে আপনি কী একটু অবাক হয়ে ওঠবেন না? বিষ্ময়কর হলেও বাস্তবে প্রমাণ মিলেছে এমনি বন্ধুত্বের। শামুক আর ব্যাঙ গড়ে তোলেছে এমন বন্ধুত্ব।

ইন্দোনেশিয়ার জাকার্তায় এ অদ্ভুত বন্ধুত্বের সন্ধান পাওয়া গেছে। আর বন্ধুত্বের এ দুর্লভ চিত্রগুলো ধারণ করেছেন আলোকচিত্রী লেসি সেবাসটিয়ান। খবর ডেইলি মেইলের।

আলোকচিত্রী লেসি সেবাসটিয়ান বলেন, তিনি তার পোষা ব্যাঙের কয়েকটি চিত্র ধারণ করতে গিয়ে দেখতে পান গেছো ব্যাঙটি একটি গাছের ডালে বসে আছে। আর একটি শামুক ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছে। একসময় তিনি তাদের মধ্যে বন্ধুত্ব হতে দেখেন। তিনি দেখেন, ব্যাঙটি মাথা নিচু করে আছে আর শামুকটি আস্তে আস্তে এগিয়ে তার মাথার উপর গিয়ে বসছে। আর ঠিক এ মুহূর্তেই তিনি এ ছবিগুলো ধারণ করেন।

তিনি বলেন, যখন শামুকটি তার মাথায় উঠতে সক্ষম হলো তখন দুজনকেই অনেক সুখী দেখাচ্ছিল। মনে হচ্ছিল, তারা যেন রোদের মধ্যে খেলছিল। আর এ দৃশ্যগুলো ধারণ করতে অনেক আনন্দ পেয়েছিলেন বলেও জানান তিনি।

লেসি সেবাসটিয়ান বলেন, এ ধরণের অদ্ভুত বন্ধুত্ব আসলে খুব একটা দেখা যায় না।

শামুক আর ব্যাঙ-এর এ বন্ধুত্বকে বিশ্বের সবচেয়ে ধীরগতির খেলা বলেও অভিহিত করেছেন তিনি।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে