আসছে বৈদ্যুতিক বাইক
এক্সক্লুসিভ ডেস্ক : পরিবেশ দূষণ ঠেকাতে জ্বালানি সাশ্রয়ী এবং ধোয়াহীন গাড়ির দিকে ঝুঁকছেন ক্রেতারা। ক্রেতাদের এই চাহিদার কথা বিবেচনা করে বিশ্বখ্যাত মোটর সাইকেল নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহার ২০১৬ সালের মধ্যে বাজারে আনছে বৈদ্যুতিক বাইক। সম্প্রতি ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইয়ামাহা ২০১৩ সালে জাপানের টোকিওতে এক মোটর প্রদর্শনীতে ইলেকট্রিক বাইক পিইএস১ এবং পিইডি১ প্রথমবারের মতো প্রদর্শন করে।
ইয়াহু নিউজের ওই প্রতিবেদন জানিয়েছে, অবশেষে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ২০১৬ সালের মধ্যে পিইএস১ এবং পিডিএস১ বাজারজাত করতে যাচ্ছে ইয়ামাহা।
তবে মোটর সাইকেলগুলো সম্পর্কে এখনও সবাইকে অন্ধকারে রেখে দিয়েছে ইয়ামাহা। ধারণা করা হচ্ছে, এই বাইকগুলো ঘন্টায় ১০০ কি.মি. পথ পাড়ি দিতে পারবে।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস