বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২৭:৩৬

প্রেম ভাঙলেও ২ জনের সম্মান থাকবে

প্রেম ভাঙলেও ২ জনের সম্মান থাকবে

এক্সক্লুসিভ ডেস্ক : মন দেওয়া নেওয়ার পর থেকে শুরু হয়ে গেল প্রেম। দু’জনে নির্জনে বসে আঁকতে শুরু করলেন কিছু স্বপ্ন। আস্তে আস্তে এগিয়ে চললেন সেই স্বপ্নগুলোকে নিয়ে। হঠাৎ যদি নিজেদের মধ্যে তীলে তীলে গড়ে তোলার সম্পর্কের ফাটল ধরে, তবে?

এতদিন যে মানুষটাকে ছাড়া আপনি কিছুই চিন্তা করতে পারতেন না তাকে কিভাবে নিজের জীবনের বাইরে রাখবেন? তার পরও থাকতে হবে। কিন্তু সেটাকেও ঠিকঠাকমতো একটা সমাপ্তিতে নিয়ে যাওয়া দরকার। তাহলে, আর কিছু না থাক দুজনের সম্পর্কের প্রতি সম্মানটা অন্তত থাকবে।

১. ভাবুন ভবিষ্যত সম্পর্কে
কেবল দুজনের মধ্যে ভাঙন আসছে বলেই আলাদা হয়ে যাবেন না। বরং এতদিন যার সাথে ভবিষ্যত পরিকল্পনা করেছেন। তার ভবিষ্যত নিয়ে ভাবুন। দেখবেন সম্পর্কটা শেষ হয়েও বেশ ভালো থাকছেন দুজনেই। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।

২. দোষটা আমারই
সম্ভবত এটাই ব্রেকআপের সবচেয়ে ভালো একটি পদ্ধতি। দোষটা না হয় নিজের ঘাড়ে নিন। আপনি তাকে বোঝাতে চেষ্টা করুন যে সে কোনো দোষ করেনি। তার কোনো কিছু আপনার অপছন্দ নয় কিন্তু আপনি আর সেই আগের জায়গায় নেই। তাই আপনাদের আলাদা হয়ে যাওয়া ভালো। এতে সে রাগ করবে কিন্তু আপনার উপরে তার খানিকটা সম্মানও থাকবে।

৩. পরিবর্তন
তাকে ধীরে ধীরে বোঝাতে চেষ্টা করুন যে আপনি বদলে গেছেন, সে বদলে গেছে আর বদলে গেছে আপনাদের সম্পর্কও। সেসব আর একই জায়গায় নেই। ফলে এই বদল নিয়ে সম্পর্ক সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। তাই পথ আলাদা হয়ে যাওয়াই ভালো।

৪. তাকে সময় দিন
সিদ্ধান্ত নিতে তাকে খানিকটা সময় দিন। যেন সে ভাবতে পারে। তাকে সময় দিন ভবিষ্যত নিয়ে ভাবার। হুট করে সিদ্ধান্ত নিয়ে নিবেন না। অপরজনকে ঠিকমতো বোঝান, তাকে বোঝাতে সাহায্য করুন তার ভবিষ্যত নিয়ে।
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে