পানির পর খাওয়া যাবে বোতলটিও
এক্সক্লুসিভ ডেস্ক : স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব ভোজ্য পানির পাত্র উদ্ভাবন করেছে লন্ডনের রয়েল কলেজ অব আর্টের একদল শিক্ষার্থী। এ উদ্ভাবনটি সফলভাবে কার্যকর হলে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের পানির বোতলের যুগ শেষ হয়ে যেতে পারে।
যুক্তরাজ্যের তিনজন তরুণ শিক্ষার্থী পরিবেশবান্ধব ওই পানির পাত্রের নকশা করেছেন বলে বিবিসি অনলাইনে শনিবার প্রকাশিত ভিডিও প্রতিবেদনে জানানো হয়।
বেলুনের মতো বা বিভিন্ন আকৃতির হতে পারে ওই ভোজ্য শ্যাওলার তৈরি পানির পাত্র। পাত্রটি সাদামাটা, স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব, জীবাণু প্রতিরোধক ও ভোজ্য। বেলুনের ভেতর থাকা পানির সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি বেলুনের দাম মাত্র দুই সেন্ট পড়বে।
প্লাস্টিকের পানির বোতল পরিবেশের জন্য বড় ধরনের হুমকি। সে সমস্যা সমাধানে এ আবিষ্কার প্রাথমিক পদক্ষেপ বলে জানান উদ্ভাবকরা।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস