বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩৪:২৭

জঞ্জাল থেকে রোবোহ্যান্ড

জঞ্জাল থেকে রোবোহ্যান্ড

এক্সক্লুসিভ ডেস্ক : নিউক্যাসলের লাইফ সায়েন্স সেন্টারে মেকার ফেয়ার শীর্ষক বিজ্ঞান প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে নেদারল্যান্ডে তৈরি রোবোহ্যান্ড। অবলীলায় একটি গাড়িকে ধরে দুমড়ে মুচড়ে দিয়ে নিচে নেমে আসছে বিশাল আকৃতির একটি রোবোটিক হাত। যেন এটি একটি সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য।

বিশাল আকৃতির রোবোটিক হাতটি মানব হাত থেকে ৩০ গুন বড়। একটি হাতের ওজন প্রায় ৬ টন ও দৈর্ঘ ৮ মিটার। হাইড্রোলিক শক্তি সমৃদ্ধ ওই হাতে যে পরিমান শক্তি আছে তাতে বলতে গেলে এর সামনে দেয়া যেকোন কিছুই দুমড়ে মুচড়ে ফেলতে পারে।

প্রাথমিকভাবে ২০০৭ সালে নেদারল্যান্ডের রোবোডক ফেস্টিভ্যালে রোবোহ্যান্ডের প্রদর্শন হবার কথা ছিল। রোবোহ্যান্ড মার্কিন শিল্পী ক্রিশ্চিয়ান রিস্টো’র মস্তিষ্কপ্রসূত। বাতিল ধাতব জঞ্জাল থেকে তৈরি করা হয় রোবোহ্যান্ড।

অনেক বড় আকৃতির কারণে ওই ফেস্টিভ্যালে প্রদর্শনীর পর আবার জাংকইয়ার্ডেই এর গন্তব্য হবার কথা ছিল। কিন্তু এর নির্মাতা প্রতিষ্ঠান এতে বেশ কিছু পরিবর্তন এনেছে। ফলে রোবোহ্যান্ড এখন স্থানান্তরযোগ্য।

এখন সারা বিশ্বে নানা বিজ্ঞান ফেস্টিভ্যালে ভ্রমন করে বেড়াচ্ছে রোবোহ্যান্ড। দু’দিন ব্যাপী এই ফেস্টিভ্যালে কমপক্ষে ১০ হাজার প্রত্যক্ষ্যদর্শী নিউক্যাসলে আসবে বলে আশা করা হচ্ছে।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে