এক্সক্লুসিভ ডেস্ক: রাজধানীতে এক ব্যক্তি তার এবারের কোরবানি গরুর গোশতো বানানোর জন্য একজন কসাইকে ২ লাখ ৪০ হাজার টাকা দিয়ে ভাড়া করেছেন। শর্ত হলো ওই কসাই ১৩ লাখ টাকা দিয়ে ওই ব্যক্তি যে গরুগুলো কিনেছেন তা থেকে চামড়া ছাড়িয়ে গোশতা কেটে দিতে হবে।
হাজী আশরাফ নামে এক ব্যক্তি ১৩ লাখ টাকা দিয়ে মোট ১০টি গরু কিনেছেন। ওই কসাইকে সেই ১০টি গরুর চামড়া ছাড়াতে হবে। রাজধানীর কচুক্ষেত বাজারের পরিচিত কসাই বলে হাজী আশরাফ তাকে গরু প্রতি ২০ হাজার টাকায় ভাড় নিচ্ছেন। ঘটনার নায়ক হাজী আশরাফ রাজধানীর কাফরুল এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন নির্মাণ ঠিকাদার। অন্যান্য বছরের মতো এবারো তিনি একটি বড় আকৃতিরসহ মোট ১০টি গরু ও ২০টি ছাগল কোরবানি করার প্রস্তুতি নিয়েছেন। বুধবার থেকে বাড়ির সামনে নানা সাজে সজ্জিত কোরবানির পশুগুলো দেখতে দিন ভর ছিল উৎসুক জনতার ভিড়। তবে কেউ কেউ হাজী সাহেবের এই কোরবানিকে লোক দেখানো বলেও মন্তব্য করেছেন।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ