বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৫:৪৫

বিস্ময়কর চুম্বক বালক!

বিস্ময়কর চুম্বক বালক!

এক্সক্লুসিভ ডেস্ক: আদিকাল থেকেই পৃথিবীতে বিস্ময়কর মানুষের সূত্রপাত ঘটে আসছে অহরহ। আর তারই ধারাবাহিকতায় এবার এক বিস্ময় বালকের সন্ধান পাওয়া গেছে, যার পরিচিতি চুম্বক বালক হিসেবে। বালকটির নাম বগডেন। সার্বিয়ায় বসবাসকারী এই বালকের বর্তমান বয়স মাত্র আট বছর।

অবিশ্বাস্য হলেও সত্য যে, বগডেন নামক এই বালকের সমস্ত শরীর চুম্বকের ন্যায় আকর্ষিত। চুম্বকে যেমন কোনও লৌহ জাতীয় পদার্থ আটকে যায় তেমনি এই বালকের শরীরে যেকোনো পদার্থ চুম্বকের মতো আটকে থাকে। এই চুম্বক বালকের বুকে ঘরের সাধারণ তৈজসপত্র যেমন চামচ, ছুরি, রান্না করার প্যান, গ্লাস, প্লেট ইত্যাদি দিব্যি আটকে থাকে।

বগডেনের পূর্বে যে সকল চুম্বক মানবের পরিচয় পাওয়া গিয়েছিল এবং যারা পূর্বে আলোড়ন সৃষ্টি করেছিল বগডেন তাদের চেয়েও বেশি আলোড়ন তুলেছেন। কারণ লৌহ জাতীয় পদার্থ ছাড়াও যে কোনও পদার্থ বগডেনের বুকে আটকে থাকে। যেমন পেন্সিল, মোবাইল, বই, কলম, খাতা এমনকি টেলিভিশনের রিমোট কন্ট্রোলও দিব্যি এঁটে যায় তার বুকে।

বিশেষজ্ঞ দ্বারা ছেলেটির বিশেষত্ব পরীক্ষা করার পর দেখা যায়, এটি চুম্বকত্বের প্রভাব নয়, বগডেনের শরীরে কোনও চুম্বক নেই বরং তার ত্বকের আঠালো বিশেষত্বের কারণে এমনটি হচ্ছে। যুক্তিস্বরূপ তারা জানান, শুধু চুম্বকীয় প্রভাবের কারণে এমনটি কখনোই সম্ভব নয়। কারণ ছেলেটির গায়ে অচৌম্বকীয় পদার্থও আটকে থাকছে। সুতরাং ছেলেটির ত্বকে বিশেষ আঠালো পদার্থ রয়েছে যা বিভিন্ন জিনিস তার শরীরে আটকে থাকতে সাহায্য করছে।

তবে পূর্বে যারা চুম্বক মানব হিসেবে মিডিয়ার দৃষ্টি কাড়তে সমর্থ হয়েছিলেন তাদের সঙ্গে বেশ মিল রয়েছে বগডেনের।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে