শপিং মলে কুমির!
এক্সক্লুসিভ ডেস্ক : সাজানো গোছানো শপিং মল কি শুধু মানুষের জন্যই! পশু-পাখিদেরও তো কেনাকাটার অধিকার থাকা উচিত। হয়তো তাই শপিং মলে দিব্বি ঘুরে ফিরে বেড়াচ্ছিল ৪ ফুট দীর্ঘ জলজ্যান্ত কুমিরটি! দুধের সাধ ঘোলে মেটাতে উইন্ডো শপিং করতেই যেন সেও ঘোরাঘুরি করছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রোজভিল এলাকার একটি শপিং মলের বাইরে। আর তাকে দেখেই ভয়ে লাফানো ঝাঁপানো শুরু করে দিল ওই শপিং মলে কেনা কাটা করতে আসা লোকজন।
অবশ্য, কয়েকটি রিপোর্টে বলা হচ্ছে ঘোরাফেরা করতে করতে কুমিরটি শপিং মলের ভেতরে ঢুকে পড়েছিল। কিন্তু, মানুষ যে বড় বেরসিক, সেটা টের পেতে খুব একটা দেরি হয়নি তার। তাকে ধরে খাঁচায় পুরে ফেলেছেন ক্যালিফোর্নিয়া ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সংগঠনের কর্মকর্তারা। মুখ বেঁধে ফেলা হয়েছিল বিশেষ টেপ দিয়ে। অবশ্য, তাকে ধরে নিয়ে যাওয়ার পর খেতে দেয়া হচ্ছে সময়মতো। কোন চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হতে পারে কুমিরটিকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ধারণা করা হচ্ছে, কোন ব্যক্তি কুমিরটিকে নিজের কাছে আর রাখতে চান না বলেই হয়তো শপিং মলের বাইরে রেখে চলে গেছেন। কুমিরটির গায়ের সঙ্গে সেঁটে দেয়া চিরকুটে লেখা ছিল, এটি নাইল প্রজাতির কুমির। কুমিরটিকে উদ্ধারেরও অনুরোধ জানানো হয়েছে চিরকুটে। এদিকে কোন পথচারীর ওপর কুমিরটি হামলা চালায়নি বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, ওই বেচারা কুমিরটিকে সম্ভবত তার প্রাক্তন মালিক ওই পেট শপের সামনে ছেড়ে দিয়ে গিয়েছিলেন। চার ফুট লম্বা কুমিরটির চোয়াল টেপ দিয়ে আঁটকানো ছিল। কুমিরটির গায়ে একটা কাগজে "পধষষ ৎবংপঁব." লিখে আটকানো ছিল।