বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪৯:৩১

আদালতে গিয়ে সাক্ষী দিলো কুকুর

আদালতে গিয়ে সাক্ষী দিলো কুকুর

এক্সক্লুসিভ ডেস্ক : আদালতে বিচারক, বাদী-বিবাদী, আসামি, উকিল সবাই আছেন। কিন্তু সাক্ষীকে দেখা যাচ্ছে না। সাক্ষী যদি মানুষ না কেমনে দেখা যাবে! এবার সবাই চোখ রাখলেন উইটনেস বক্সের দিকে। কারণ সাক্ষী ওই বক্সে। আর সাক্ষী হলো কুকুর ‘ট্যাঙ্গ’। 
 
ফ্রান্সের একটি আদালতে ওই ককুরটিকে সাক্ষী দিতে তলব করেছেন। কুকুরটি বয়স ৯ বছর। খুন হয়েছেন ট্যাঙ্গ নামের ওই কুকুরটির মালিক।
 
সন্দেহভাজন খুনিকে চিহ্নিত করতে প্রাথমিক তদন্তে তুরস শহরের আদালতে ডাক পড়েছিল এই কুকুরটির। বিচারক সন্দেহভাজনকে কুকুরটিকে একটি ব্যাট দিয়ে ভয় দেখানোর জন্য আদেশ দেন। কিন্তু গোটা প্রক্রিয়াটাই ব্যর্থ হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে।  
 
ফ্রান্সের আদালত কুকুরের সাক্ষীর অনুমতি দেওয়ার ঘটনা প্রথমবার নয়। ২০০৮ সালেও, ‘স্কুবি’ নামে একটি কুকুর সাক্ষী হিসেবে উপস্থিত হয়েছিল আদালতে। সেটিও একটি হত্যাকাণ্ডের বিচার ছিলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে