বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫২:১৫

চাঁদের বয়স!

চাঁদের বয়স!

এক্সক্লুসিভ ডেস্ক : আনুমানিক ৪.৪৭ বিলিয়ন বছর আগে পৃথিবীর সঙ্গে মঙ্গল আকৃতির এক গ্রহাণুপিণ্ডের সংঘর্ষে সৃষ্টি হয়েছিল চাঁদ। নতুন গবেষণায় (তথ্য সঠিক হলে) একটি নিবন্ধে এমনটাই দাবি করেছেন একদল বিজ্ঞানী।

কতোদিন ধরে চাঁদের বুড়ি চরকা কাটছে? এ প্রশ্নের উত্তরে বিভিন্ন গবেষণায় পাওয়া তথ্যের ভিত্তিতে এতোদিন ধারণা করা হতো, সৌরজগৎ সৃষ্টির পর ৩ কোটি থেকে ২০ কোটি বছরের মধ্যে পৃথিবীর একমাত্র কৃত্রিম উপগ্রহটির জন্ম। মূলত তেজস্ক্রিয় নিঃসরণের মাত্রা পরীক্ষা করেই এসব গবেষণায় চাঁদের বয়স খোঁজার চেষ্টা হয়েছিল৷

জার্মানি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এ কাজে ব্যবহার করেছেন পৃথিবীর গঠন পর্বের কম্পিউটার সিমুলেশন। যদি তাদের হিসাব ঠিক হয় তাহলে এই সৌরজগৎ সৃষ্টি হওয়ার সাড়ে ৯ কোটি বছর পর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে শুরু করেছিল চাঁদ। বিজ্ঞানীদের ধারণা, আমাদের এই সৌরজগতের বয়স ৪.৫৬ বিলিয়ন বছর।

যে সংঘর্ষের ফলে চাঁদের জন্ম, সেটি ঘটেছিল পৃথিবীর পূর্ণাঙ্গ গ্রহ হয়ে ওঠার একেবারে শেষ পর্যায়ে এমনটাই বললেন বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত ওই নিবন্ধের সহ লেখক আলেসান্দ্রো মরবিদেলি।

পৃথিবী গঠনের এই পর্ব শেষ হতে সাড়ে ৯ কোটি বছর লেগে গিয়েছিল। সৌরজগতের আর কোনো গ্রহের ক্ষেত্রে এতোটা সময় লাগেনি এমন তথ্য পাওয়া গেছে এই গবেষণায়।
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে