বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৬:২৩

একটি ভূতুড়ে শহর!

একটি ভূতুড়ে শহর!

এক্সক্লুসিভ ডেস্ক: পৃথিবীতে এমনও শহর রয়েছে যেখানে নেই কোনো মানুষের বসবাস। শুধু রয়েছে ফুটপাত হীন রাস্তার পাশে ভাঙাচোরা হতশ্রী চেহারার কয়েকটি কাঠের দালান। আর
ক্যালিফোর্নিয়ার তেমনই একটি শহর 'বোডি'। একসময় যার পরিচিতি ছিল ‘রাফ এন্ড টাফ' শহর নামে।

ধারণা করা হয়, আমেরিকার সবচেয়ে দুর্ধর্ষ আউটলদের আবাস ছিল এই শহরে। ঊন বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এখানে এমন কোনও দিন যায়নি যেদিন এখানে মানুষ খুন হয়নি।

১৮৮০ সালে বোডির বাইরে দুই ডাকাত একটি স্টেজ কোচ লুট করে। যাতে হাজার হাজার ডলারের সোনা ছিল। লুট করার পরে এক সময় দুই ডাকাত ধরা পড়ে এবং তাদেরকে মেরে ফেলা হয়। তবে তাদের লুট করা সোনার সন্ধান আর পাওয়া যায় নি। কেউ কেউ বলে সেই সোনাগুলো শহরের ধারে কাছে কোথাও মাটি খুড়ে মাটির নিচে ডাকাতরা পুঁতে রেখেছিল। তবে আজও উদ্ধার করা যায়নি সেই সোনাগুলো।

চারদিকে পাহাড় ঘেরা বোডি শহরটি আক্ষরিক অর্থেই আমেরিকার সবচেয়ে বড় ভূতুড়ে শহরে পরিণত হয়েছে। বর্তমানে বোডি শহরকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিভিন্ন কল্পকথা। লোক মুখে প্রচলিত আছে, বোডির অভ্যন্তরে নির্জন খাদ থেকে মাঝে মাঝে উচ্চকিত হাসির আওয়াজ শোনা যায়। এমনকি দূর থেকে ভেসে আসে ফিসফিসানির শব্দ বা শোনা যায় গল্প করার আওয়াজ।

আমেরিকার নাগরিকদের মধ্যে যারা এই শহরে গিয়েছেন তারা বলেন শহরটি থেকে গুরু গম্ভীর পিয়ানো বাজানোর শব্দ দূর থেকে ভেসে আসে। মাঝে মাঝে শোনা যায় গানের আওয়াজ। এই শহরে বর্তমানে মানুষজন বাস করে না। ১৮৭০ সালের দিকে শহরে তৈরি করা কাঠের দালানগুলো আজও শুধু ইতিহাসের সাক্ষী হয়ে এখনো ঠায় দাঁড়িয়ে আছে ওখানে।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে