এক্সক্লুসিভ ডেস্ক: চূড়ান্ত সফল বাণিজ্যিক কেরিয়ার ছেড়ে মাত্র ৪০ বছর বয়সে আধ্যাত্মিক অভিযানে চললেন ফোর্টিস হেল্থকেয়ার-এর সহ-প্রতিষ্ঠাতা। অমৃতসরের আধ্যাত্মিক ও দার্শনিক প্রতিষ্ঠানে যোগ দিয়ে মানবসেবায় মন দিতে চান তিনি।
নব্বইয়ের দশকে দাদা মালবিন্দরের সঙ্গে ফোর্টিস হেল্থকেয়ার প্রতিষ্ঠা করেন শিবিন্দর মোহন সিং। পরবর্তীকালে রেলিগেয়ার এন্টারপ্রাইজ লিমিটেড, সুপার রেলিগেয়ার ল্যাবরেটরিজ লিমিটেড এবং রেলিগেয়ার টেকনোলজিস লিমিটেড সংস্থারও মালিকানা আয়ত্ত করেন দুই ভাই। চলতি বছরে ভারতের ধনীতম কোটিপতিদের তালিকার ৬৩তম স্থানে জায়গা করে নেন তারা। তাদের সম্মিলিত সম্পদ মূল্য ১১,৯৮৭ কোটি টাকা।
বৈভবের এ হেন চূড়া থেকে একল রকম স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত নিয়েছেন শিবিন্দর মোহন সিং। সফল কর্মজীবনে আচমকা দাঁড়ি টেনে দিয়ে লোকসেবায় নিজেকে উত্সর্গ করতে চান তিনি। গত বুধবার এক বিবৃতি মারফত শিবিন্দর জানিয়েছেন, অমৃতসরের আধ্যাত্মিক ও দার্শনিক প্রতিষ্ঠান রাধাস্বামী সত্সঙ্গ বিয়াস-এ যোগ দিয়ে মানবসেবায় আত্মনিয়োগ করতে চান তার সহদর।
আগামী জানুয়ারি মাস থেকে তিনি ফোর্টিস-এর নন-এক্সিকিউটিভ ভাইস-চেয়ারমন পদ অলঙ্কৃত করবেন। তার কথায়, 'প্রায় দুই দশক ফোর্টিস চালানোর সুবাদে প্রাণ রক্ষা ও তার বিকাশ আমার জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এর থেকেই অনুপ্রেরণা লাভ করেছি সরাসরি মানুষের সেবা করার। জীবনে যা কিছু পেয়েছি, তার কিছুটা অন্তত সমাজকে ফিরিয়ে দিতে চাই।'
ভাইয়ের সিদ্ধান্ত সমর্থন করেছেন মালবিন্দর সিং। তিনি জানিয়েছেন, 'সকলেই সমাজসেবায় উদ্বুদ্ধ হন না। জীবনের এই পর্যায়ে শিবিন্দর এই সিদ্ধান্ত নেওয়ায় আমি আনন্দিত।' ফোর্টিস গড়ার পিছনে শিবিন্দরের অসামান্য অবদানের কথাও এই প্রসঙ্গে স্মরণ করেন তিনি।
দুন স্কুলের প্রাক্তনী শিবিন্দর মোহন সিং সেন্ট স্টিফেন্স কলেজ থেকে স্নাতক হন। এর পর আমেরিকার ডিউক ইউনিভার্সিটি বিজনেস স্কুল থেকে হেল্থ সেক্টর ম্যানেজমেন্ট নিয়ে এমবিএ পাশ করেন শিবিন্দর।
২৫ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি