এক্সক্লুসিভ ডেস্ক : অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্য, ৪০ বছরের ধুলায় তলিয়ে যাওয়া একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। গাড়িটি অবিকল সেই আগের মতোই আছে। গাড়িটি দেখে মনে হবে, গোদামজাত করা হয়েছিল এটি। গাড়িটির বর্তমান মূল্য প্রায় ৮০ লাখ টাকা।
একটি গ্যারেজের ভেতর ১৯৬৯ সালের ফোর্ড গাড়িটি পাওয়া যায়। গাড়ি বিশেষজ্ঞদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে গাড়িটি। পৃথক পৃথক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফক্স নিউজ ও ইয়াহু।
ফোর্ড মুসতাং শেলবি জিটি-৪২৮ কোবরা জেট গাড়িটি গ্যারেজে সংরক্ষণ করে রেখেছিলেন ল্যারি ব্রাউন নামে এক গাড়িপ্রেমী। ১৯৭৩ সালের পর থেকে তিনি গাড়িটি আর চালাননি। কখনও ব্রাউন গাড়িটি ধোয়ারও চেষ্টা করেননি।
সে সময় গাড়িটির মাইলেজ ছিল ৮,৫৭৩ মাইল। ১৯৬৯ সালে গাড়িটি কেনা হয়েছিল ৫,২৪৫ ডলারে। তবে এখন গাড়িটির মূল্য লাখ ডলার হতে পারে।
এরই মধ্যে গাড়িটি নিলামে তোলার জন্য তালিকাভুক্তও হয়েছে। গাড়িটি প্রায় শোরুম কন্ডিশনেই রয়েছে। তবে গাড়িটিতে ১৯৬৮ সালের পর সংযোজিত হয়েছে শুধু টায়ার। সুত্র : ইন্টারনেট
২৫ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস