এক্সক্লুসিভ ডেস্ক: প্রতিদিনকার কর্মব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠলে সবাই চায় একটু নির্মল আনন্দ, একটু প্রশান্তি। তাই তো একটু ছুটি পেলে সকলেই হারিয়ে যেতে চান কোলহল থেকে দূরে কোথাও। আর ঘুরতে যাওয়ার সবচেয়ে ভাল সময় হল ঈদের ছুটি। ঈদের এই ছুটিতে ঘুরে আসতে পারেন রাজধানী ঢাকায় কয়েকটি উল্লেখযোগ্য স্থানের।
আহসান মঞ্জিল: পুরোনো ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিল। এটি ছিল ঢাকার নবাবদের প্রাসাদ। বর্তমানে জাদুঘর। এটি নির্মাণকাল ১৮৫৯। এই প্রাসাদের চারপাশে সবুজ ঘাসে ছাওয়া মাঠ। ফুলের বাগান। ইচ্ছে হলে নৌকায় করে ঘুরতে পারেন বুড়িগঙ্গা নদীতেও।
লালবাগ কেল্লা: মুঘল আমলে স্থাপিত এই দুর্গটি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল।
শিশুপার্ক: রাজধানীর শাহবাগে শিশুপার্কের ভেতরে শিশুদের হরেকরকম খেলার আয়োজন আছে শিশুদের জন্য। নামে শিশুপার্ক হলেও সকল বয়সের মানুষের জন্য এই পার্কটি উন্মুক্ত।
চিড়িয়াখানা : মিরপুরে জাতীয় চিড়িয়াখানার ভেতরে দেখা মিলবে নানা ধরনের পশুপাখির। এ ছাড়া ভেতরে রয়েছে বসার ভালো স্থান। লেক আর সবুজের দেখা পাবেন এখানটায়।
জাতীয় উদ্ভিদ উদ্যান: চিড়িয়াখানার পাশেই রয়েছে জাতীয় উদ্ভিদ উদ্যান। বৃক্ষানুরাগীরা সবুজের সান্নিধ্যে সময় কাটাতে চাইলে এখানেও ঘুরে আসতে পারেন।
শিশুমেলা: রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালের সামনে আছে শিশুদের নানা আয়োজন নিয়ে শিশু মেলা।
ফ্যান্টাসি কিংডম: ঢাকার অদূরে আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডম সারা দিন হই-হুল্লোড়, খেলাধুলা, খাওয়া-দাওয়ার জন্য চমৎকার বিনোদন কেন্দ্র।
নন্দনপার্ক: গাজীপুরের চন্দ্রামোড়ের কাছে আরেকটি বিনোদন কেন্দ্র হচ্ছে নন্দনপার্ক।ঈদের সময়টাতে রাজধানী থেকে অনেকে সপরিবারে বা বন্ধুদের নিয়ে এখানটায় আসেন।
২৫ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস