রবিবার, ১৯ জুন, ২০১৬, ১১:৩৩:১৭

চীন থেকে মেঘ কিনবে ভারত!

চীন থেকে মেঘ কিনবে ভারত!

এক্সক্লুসিভ ডেস্ক : প্রকৃতির দান ‌‘মেঘ’ প্রযুক্তির মাধ্যমে তৈরি করবে মানুষ এ কথা বিশ্বাসযোগ্য না হলেও এমন চিন্তা-ভাবনা করছে চীন।

অনেকদিন ধরেই কৃত্রিম মেঘ তৈরির প্রযুক্তির কথা ভাবছে চীন।  শোনা যাচ্ছে, এবার নাকি খরা মোকাবেলায় সেই কৃত্রিম মেঘ ভারতের কাছে বিক্রি করবে চীন, যাতে করে পানিভরা মেঘে ফাটল ধরে আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসে।

সেই আকাশ ভাঙা বৃষ্টিতে ভিজবে ভারতের খরাপ্রবণ এলাকাগুলো।  এভাবে খরা সমস্যা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে বলে মনে করছে দেশটি।  

বিলম্বিত বর্ষা ও প্রচণ্ড খরায় হুট করে আকাশ ভাঙা বৃষ্টি নামিয়ে আনতে পানিভরা মেঘ বানানোর যে প্রযুক্তির উদ্ভাবন করেছিল চীন তা খরাপ্রবণ রাজ্য মরাঠাওয়াড়ায় বৃষ্টির জন্য কাজে লাগানো হবে।

মরাঠাওয়াড়াতে ওই মেঘ বানানোর প্রযুক্তি সরবরাহ করার জন্য কয়েকদিন আগে মহারাষ্ট্র ঘুরে গেছেন বেইজিং, সাংহাই ও পূর্ব চীনের আনহুই প্রদেশের বিজ্ঞানীরা।

তারা মহারাষ্ট্রের আবহাওয়া দপ্তরের কর্মকর্তাদের ওই কৃত্রিম মেঘ বানানোর প্রযুক্তি শেখাবেন বলে জানিয়েছেন।

রকেট ছুড়ে হাল্কা মেঘের মধ্যে সিলভার আয়োডাইড লবণ ঢুকিয়ে দিয়ে সেই মেঘকে পানিপূর্ণ করে তোলার প্রযুক্তি আগেই আয়ত্ত করেছে চীন।  সেই প্রযুক্তির সুবাদে গোটা বিশ্বকে হতবাক করেছিল চীন।

তা দেখে দু’টি মৌসুমে খরাক্রান্ত মরাঠাওয়াড়ায় তড়িঘড়ি বৃষ্টি নামাতে ব্যস্ত হয়ে উঠেছে মহারাষ্ট্র সরকার।  যতদিন পর্যন্ত মহারাষ্ট্রের আবহওয়া অধিদপ্তর কৃত্রিম মেঘ বানানোর কৌশল না আয়ত্ত করে নেয় ততদিন পর্যন্ত চীনের কাছ থেকে কৃত্রিম মেঘ কিনবে ভারত।

তবে এ পদ্ধতিতে মেঘ নামিয়ে আনা আদৌ সম্ভব কি-না তা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন।
১৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে