শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩৬:২৫

কাপড় থেকে রক্তের দাগ দূর করার ৪টি সহজ উপায়

কাপড় থেকে রক্তের দাগ দূর করার ৪টি সহজ উপায়

এক্সক্লুসিভ ডেস্ক: আজ পবিত্র ঈদুল আজহা। এই দিন ধর্মপ্রাণ মুসলমানেরা তাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ি কোরবানি করে থাকেন। কিন্তু কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে অনেক সময় কাপড়ে রক্তের দাগ পড়ে যায়। সেই ক্ষেত্রে আপনি হয়তো অধিকাংশ সময়েই কাপড়ের দাগ তোলার জন্য অনেক বার সাবান দিয়ে কাপড়টি পরিস্কার করার চেষ্ট করেন। কিন্তু সহজ কিছু ঘরোয়া টিপস যদি আপনার জানা থাকে তাহলে, খুব সহজেই আপনি এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। তাই আসুন জেনে নিই রক্তের দাগ দূর করার সহজ কিছু উপায়। আপনি জানেন কি, কোকাকোলা দিয়েই রক্তের দাগ সহজে দূর করা যায়?

১। ভিনেগার
ভিনেগার কাপড় থেকে খুব দ্রুত ও সহজে দাগ দূর করে থাকে। রক্তের দাগ লাগা জায়গাটিতে ভিনেগার স্প্রে করে নিন। এবার হালকাভাবে কিছুক্ষণ ঘষুন। ৫-১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রথম ঘষাতে দাগ দূর না হলে আবার ভিনেগার দিয়ে ঘষুন। কাপড়ে রক্তের দাগ লাগার ২৪ ঘণ্টার মধ্যে দাগ পরিষ্কার করে নিতে হবে। দেরী হয়ে গেলে স্থায়ীভাবে কাপড়ে দাগ বসে যেতে পারে।

২। ট্যালকম পাউডার
পানি আর ট্যালকম পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এইবার এই পেস্টটি রক্তের দাগের ওপর লাগান। একটি ব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘষুন। কিছুক্ষন পর দেখবেন দাগ দূর হয়ে গেছে।

৩। লবণ পানি
খুব সহজে রক্তের দাগ দূর করা একটি ভাল উপায় হল লবণ পানির পেস্ট। ঠান্ডা পানিতে লবণ মিশিয়ে নিন। এবার রক্তের দাগ লাগা কাপড়টি লবণ পানিতে ৩-৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন। লিকুইয়িড ডিটারজেণ্ট দিয়ে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪। কর্ণ ফ্লাওয়ার
ঠান্ডা পানিতে কর্ণ ফ্লাওয়ার মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। রক্তের দাগের ওপর কর্ণ ফ্লাওয়ারের পেস্ট লাগিয়ে কিছুক্ষণ ঘষুন। এবার রোদের মধ্যে শুকাতে দিন। শুকিয়ে গেলে ব্রাশ দিয়ে ঘষুন। তারপর ধুয়ে ফেলুন। দেখবেন দাগ গায়েব হয়ে গেছে।
২৫ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে