শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২৯:৫১

সাপ খেয়ে ফেললো কুমিরকে

সাপ খেয়ে ফেললো কুমিরকে

মো. সুজন মিয়া, এক্সক্লুসিভ ডেস্ক : জীবন-মরণ যুদ্ধে অবতীর্ণ হয়েছিল এক বিশালকায় সাপ আর কুমির। অবশেষে সাপের কাছে হেরে গেল কুমিরটি। কুমিরটিকে আস্ত গিলে ফেললো সাপটি। চমৎকার এ দৃশ্য অবলোকন করলেন ট্রাভিস করলিস এবং তার স্ত্রী টিফ্যানি।

ঘটনাটি অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু না, এমন ঘটনাই ঘটেছে গত রোববার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের খনির শহর মাউন্ট ইসার সন্নিকটে মুনদারা হ্রদে।

এটি ছিল পাইথন, যার দৈর্ঘ্য ১০ ফুট (তিন মিটার)। সাপটিকে মোটাসোটা দেখাচ্ছিল। কুমিরটি দৈর্ঘ্য ছিল প্রায় তিন ফুট।

কর্লিস জানান, ‘পানিতে সাপ এবং কুমিরের মধ্যে অনেকক্ষণ যুদ্ধ চলে। আমি এবং আমার স্ত্রী এই বিরল যুদ্ধ দেখছিলাম।’

কয়েক ঘণ্টা পর সাপ কুমিরটিকে টেনে হ্রদের তীরে নিয়ে আসে। এসময় কুমিরটি মারা যায়। প্রায় দশ মিনিট পর সাপটি গিলে ফেলে কুমিরটিকে, জানায় কর্লিস। তার স্ত্রী ঘটনাটিকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেন।

এসময় সাপের পেটে কুমিরের পা এবং শরীরের বিভিন্ন অঙ্গ স্পষ্ট দেখা যাচ্ছিল।

টিফ্যানি জানান, ‘কুমিরটি পানির উপর এর মাথাটি রাখার জন্য যুদ্ধ করছিল।’

কর্লিস জানান, ‘মুনদারা হ্রদে সাপ এবং কুমির সচরাচর দেখা যায়। তবে এ ধরনের মারামারি কখনো দেখা যায়নি।’ সূত্র : আরব নিউজ
২৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে