শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০৩:৫৮

সোনায় মোড়া বাইকের মূল্য সাড়ে পাঁচ কোটি!

সোনায় মোড়া বাইকের মূল্য সাড়ে পাঁচ কোটি!

এক্সক্লুসিভ ডেস্ক : বাইকে সোনার পরত! এমনই বাইক নিয়ে এল বিশ্বের প্রখ্যাত বাইক ব্র্যান্ড হার্লে ডেভিডসন। আর এটাই হল এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি বাইক, যার দাম ৫.৩৩ কোটি টাকা।

 

বাইকের এত দাম শুনে কারো কারো চক্ষু চড়কগাছ হলেও কোম্পানির দাবি, এ আর এমন কি! শখ পূরণের জন্য এই দাম খুব একটা বেশি নয়।

 

সোনার পাত লাগিয়ে বাইকটি তৈরি করেছে ডেনমার্কের মোটরসাইকেল নির্মাণ কোম্পানি। জার্মানির হামবুর্গে চলতি মোটরসাইকেল এক্সপোতে আবরণ সরিয়ে আত্মপ্রকাশ ঘটল সোনালি বাইকের।

 

হার্লে ডেভিডসনের সবচেয়ে সস্তা বাইক দিল্লি অটো এক্সপোয় প্রদর্শিত হয়েছিল। ৭৫০ সিসি ইঞ্জিনের হার্লে-ডেভিডসন স্ট্রিট ৭৫০ বাইকের দাম ৪.১০ লক্ষ টাকা। হার্লে ব্র্যান্ডের বাইক মূলত রফতানির জন্যই বানানো হয়। ভারতে হার্লের সোনালি বাইক আসতে সময় লাগবে।
২৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে