পৃথিবীর সবচেয়ে বড় 'ট্রি-হাউস'
এক্সক্লুসিভ ডেস্ক: শখের বশে মানুষ কিইবা না করে। তাই বলে গাছের উপর ঘর? সত্যিই বিস্ময়কর! আর হরেস বারজেস নামক তেমনই একজন ব্যক্তি যে কিনা শখের বশে গাছের উপর নির্মাণ করেছিলেন বিশাল আকৃতির ঘর। যা বিশ্বের সবচেয়ে বড় 'ট্রি-হাউস' নামে এখনও পরিচিত। বারজেস এ বাড়িটিকে ঈশ্বরের বাড়ি বলে অভিহিত করেন।
১৯৯৩ সাল থেকে এ গাছবাড়ির পরিকল্পনা ও কাজ শুরু করেন বারজেস। বিশাল এই ট্রি হাউসটিতে রয়েছে ছোট একটি বাস্কেট বল কোচ, যার নিচে ২৫৮টি গজাল দেওয়া।
বারজেস প্রচণ্ডরকম ঈশ্বর বিশ্বাসী মানুষ। আর এটিকে ঈশ্বরের বাড়ি বলার পেছনে একটা কারণ রয়েছে। ট্রি হাউসটি সম্পর্কে বারজেস বলেন, একদিন প্রার্থনায় ঈশ্বরের কাছ থেকে তিনি ট্রি-হাউস বানানোর আদেশ পান।
ঈশ্বর তাকে সবরকম সহযোগিতারও আশ্বাস দেন। এ বাড়ি তৈরির কাজে তিনি ব্যবহার করেছেন গ্যারেজ, স্টোর রুম ও গোলাঘর থেকে পরিত্যক্ত জিনিসপত্র। বাড়িটি তৈরি করতে মোট ব্যয় হয়েছে ১২ হাজার ডলার।
৮০ ফুট উঁচু সাদা ওক গাছের ওপর ট্রি-হাউসটি তৈরি করা হয়েছে। এর ব্যাসার্ধ প্রায় ১২ ফুট এবং পাশটি ৮ থেকে ১০ হাজার স্কয়ার ফুট। এর রয়েছে ১১টি মেঝে, ছয়টি অন্য ধরনের গাছ দিয়ে পাশে সুরক্ষিত দুর্গের মতো বেড় দেওয়া রয়েছে এটিতে।
প্রচুর কাঠ লেগেছে এ বাড়িটি তৈরি করতে। তিনি আগে গ্রামাঞ্চলে বাস করতেন কিন্তু বর্তমানে বাস করছেন শহরে। পেশায় বারজেস ল্যান্ডস্কেপ আর্কিট্যাক্ট। বারজেস বিশ্বাস করেন, কেবল ঈশ্বরের কৃপার কারণেই এটি সম্ভব হয়েছে। কেননা পৃথিবীতে তিনিই প্রথম এতোবড় ট্রি-হাউস তৈরি করতে সক্ষম হয়েছেন।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস