বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১০:২২:১১

পাঁচ দিন তিন বিভাগে টানা ভারি বৃষ্টির পূর্বাভাস

পাঁচ দিন তিন বিভাগে টানা ভারি বৃষ্টির পূর্বাভাস

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি কিছুটা বেড়েছে বৃহস্পতিবার। কিছু অঞ্চলে ভারি থেকে অতি ভারি বর্ষণ‌ও হয়েছে‌। এর মধ্যে আগামী পাঁচ দিন তিন বিভাগে টানা ভারি বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, আগামী কিছুদিন মূলত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি বেশি থাকতে পারে।

এই তিন বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ‌ও হতে পারে। তবে অন্যান্য অঞ্চলে তা তুলনামূলক কম থাকতে পারে। বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে অন্তত সপ্তাহখানেক। 

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টি বাড়ায় তাপপ্রবাহ কিছুটা কমেছে।

শুক্র ও শনিবার তা আরো কমতে পারে। খুলনা বিভাগজুড়ে বৃহস্পতিবার দিনে তাপপ্রবাহ থাকলেও এখন যশোর ও চুয়াডাঙ্গায় বৃষ্টি হচ্ছে। ফলে আশা করছি, শুক্রবার খুলনা বিভাগের কিছু অঞ্চলে থেকে তাপপ্রবাহ চলে যাবে। দেশে কম-বেশি বৃষ্টি থাকবে আগামী কিছুদিন। ২৪ বা ২৫ মে থেকে আবার বৃষ্টি কমতে পারে।’

তবে দেশের সব অঞ্চল থেকে তাপপ্রবাহ পুরোপুরি চলে যাওয়ার সম্ভাবনা কম বলে জানান এই আবহাওয়াবিদ। তিনি বলেন, ‘এখন গ্রীষ্মকাল। ফলে বৃষ্টি হলে তাপমাত্রা কমবে, না হলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা কিছুটা বাড়বে। তা ছাড়া আগামী কিছুদিন দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে।

অন্যদিকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে বিশেষ করে খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টি কম থাকতে পারে। ফলে কিছু কিছু অঞ্চলে তাপপ্রবাহ থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি।’ 

আগের দিনের তুলনায় বৃহস্পতিবার দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি কিছুটা বেড়েছে। বৃষ্টি বেশি ছিল মূলত রংপুর, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে। তুলনামূলক অনেকটা কম হলেও বৃষ্টি হয়েছে রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের কিছু অঞ্চলেও। তবে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বৃষ্টির কোনো রেকর্ড পায়নি আবহাওয়া অধিদপ্তর। 

দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ২৩টিতে বৃহস্পতিবার বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। এছাড়া সিলেটে ৫০ মিলিমিটার, ফরিদপুরে ৪৬ মিলিমিটার ও রংপুরে ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় এসময় ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। 

বৃহস্পতিবার নোয়াখালী, ফেনী, পটুয়াখালী, কক্সবাজার, লক্ষ্মীপুর ও বান্দরবান জেলাসহ খুলনা বিভাগের (১০ জেলা) ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) বয়ে গেছে। আগামীকাল এই তাপপ্রবাহ কিছু কিছু অঞ্চল থেকে প্রশমিত হতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরা ও যশোর, ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এসময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২.৩ ডিগ্রি। 

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি (২৩ থেকে ৪৩ মিলিমিটার) থেকে ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে