শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৪৩:৫০

অজগরের মাংস দিয়ে তৈরি হচ্ছে পিৎজা!

অজগরের মাংস দিয়ে তৈরি হচ্ছে পিৎজা!

এক্সক্লুসিভ ডেস্ক: একের পর এক মানুষের খাদ্য তালিকায় চলে আসছে উদ্ভট সব খাবার! ইঁদুর, কীট-পতঙ্গ, ব্যাঙ এ সবকিছুই যেন এখন মানুষের দৈনন্দিন জীবনের খাদ্য তালিকারই অংশ ।

অবশেষে বাদ পরলো না অজগরও! যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অজগরের মাংস দিয়ে তৈরি করা হচ্ছে সুস্বাদু পিৎজা।

যুক্তরাষ্ট্রের এই স্থানটিতে শুধু অজগরই নয়, এর আগেও খাবারের প্লেটে নতুন খাদ্য হিসেবে যোগ হয়েছিল কুমির ও ব্যাঙ ।

আজ রোববার আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, 'বার্মিজ অজগরের মাংস দিয়ে দোকানিরা পিৎজা বানাচ্ছেন। ফ্লোরিডার একটি জাতীয় উদ্যানের নামানুসারে এর নামকরণ করা হয়েছে 'এভারগ্লেডস পিৎজা'।'

ইভার ডেনিয়েল নামের এক পিৎজা দোকানমালিক বলেন, 'নেতিবাচক বা ইতিবাচক যাইহোক না কেন, মানুষ সব সময় এই পিৎজা নিয়ে কথা বলছে। এতে কিছু যায় আসে না, আসল ঘটনা হচ্ছে আমরা এটা তৈরি করতে পেরেছি, আর তা বেশ মজাদার।'

আর অজগরের মাংস দিয়ে তৈরি এই পিৎজা সম্পর্কে মাইক নামের একজন পর্যটক দাবি করেন, 'এটা ভালো, তবে রাবারের মতো।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে