শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫১:৪৬

এই অদৃশ্যের রহস্য কোথায়!

এই অদৃশ্যের রহস্য কোথায়!

এক্সক্লুসিভ ডেস্ক: পশ্চিম অস্ট্রেলিয়া থেকে ২০০৭ সালের ১৫ ই এপ্রিল রবিবার ক্যাজ-২ নামের একটি ছোট ইয়র্ট সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যার মধ্যে মোট যাত্রী ছিলেন ৩ জন।

তিনদিন পর অর্থাৎ বুধবার ওই ইয়র্টটিকে সেই জায়গা থেকে বেশ দূরে সমুদ্রের মাঝে দেখা যায় । যা টাউন্সভিলি নামক জায়গার প্রায় ১৫০ কি:মি: দূরে ছিল । যাইহোক, শুক্রবার এটি বন্দরে এসে ভিড়ে।

কিন্তু সেখান থেকেই শুরু হয় বিস্ময়ের পালা! সেই ইয়র্টটির কাছে গিয়ে দেখা যায়, ইঞ্জিন তখনও চলছে, একটি ল্যাপটপ অন হয়ে আছে এবং রেডিও জিপিএসও ঠিক আছে ।

এমনকি টেবিলেও সাজানো ছিল তিনজনের খাবার। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে, ইয়র্টটিতে সেই যাত্রী তিনজনের কারোই কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া গেলো না।

একেবারে যেন হাওয়ায় মিলিয়ে গেছেন তারা । এর পরই শুরু হয় তদন্ত । তদন্তকারীরা দেখলেন লাইফ জ্যাকেটসহ সব কিছুই যেন ইয়র্টের মধ্যেই আছে । তাহলে তারা ৩ জন কোথায় মিলিয়ে গেলেন?

অবশেষে তদন্তকারীরা ইয়র্টটির ভেতরে একটি ভিডিও ক্যামেরা আবিষ্কার করেলেন। এ থেকে কিছুটা স্বস্তি ফিরে পেলেন তারা। যাক এবার বোধহয় ক্যামেরায় ধারণকৃত ভিডিও এর মাধ্যমে তাদের তিন জনের মধ্যে কোথায় কি দূর্ঘটনা ঘটেছে তা জেনে নেয়া সম্ভব।

কিছুক্ষণ আগে রেকর্ড হওয়া ভিডিওটি চালু করলেন তদন্তকারীরা এবং সেই যাত্রী তিনজনকেই দেখতে পেলেন তারা। কিন্তু ভিডিওতে তাদের কারো মাঝে কোনো প্রকার সমস্যা বা চিন্তা করার মতো কিছু দেখা যায়নি। সাধারণ মানুষের মতোই তাদের আচরণ। তাহলে জ্যান্ত এই মানুষ তিনটি কোথায় মিলিয়ে গেলো?

এমন কোনো ভৌতিক কিংবা দৈবশক্তি আছে কি যা এই যাত্রী তিনজনকে একেবারেই হাওয়ায় মিলিয়ে দিল! তার কোনো ব্যাখাই বিজ্ঞানীরা দিতে পারেনি । এরপর অনেক সার্চ পার্টি এবং তদন্ত কর্মকর্তা লাগানো হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি তাতে ।

সেই তিনজন আজও গায়েব। এটি নিয়ে বিশ্বের গণমাধ্যমগুলোতেও হইচই পড়ে গিয়েছিল এবং বিভিন্ন টেলিভিশনগুলোতেও প্রচারিত হয়েছিল এর ডকুমেন্টরি।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে