শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০৮:৪৮

বিয়ে করলে আয়ু বাড়ে!

বিয়ে করলে আয়ু বাড়ে!

এক্সক্লুসিভ ডেস্ক : বিয়ে করলে নাকি বেঁচে থাকা যায় দীর্ঘদিন। মৃত্যুঝুঁকিও কমে যায় অনেকাংশে! প্রাপ্ত বয়সে বিয়ে করলে আয়ু বাড়ে। আর মধ্যবয়সে এখনও যারা বিয়ে করেননি কিংবা বিয়ে করেও স্ত্রীর কাছ থেকে দূরে আছেন তাদের জন্য সতর্কবাণী দিয়েছেন মার্কিনি গবেষকরা।

জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক ইলিন সিয়েগলার ও তার সহযোগী গবেষকরা নতুন একটি গবেষণা পরিচালনা করেন। তাদের সেই গবেষণাতেই এ তথ্য ফুটে ওঠে।

এ প্রসঙ্গে গবেষক ইলিন বলেন, মাঝবয়সে একজন মানুষের একাকিত্ব ক্রমেই আশা ও ভবিষ্যতের প্রতি আস্থাহীন করে তোলে। তাই ওই বয়সে একজন সঙ্গী বা সঙ্গিনী থাকলে সুরক্ষিত থাকার সম্ভাবনাই বেশি। এতে উভয়েরই আয়ু বাড়ে। তবে এক্ষেত্রে স্বামী-স্ত্রীর মধ্যে অবশ্যই সুসম্পর্ক থাকতে হবে বলে জানান গবেষকরা।

বিবাহিত জীবন একজন মানুষের সার্বিক জীবনধারণ প্রক্রিয়ার ওপর ইতিবাচক প্রভাব ফেলে। সাধারণ হিসাবেও যারা বিবাহিত জীবনে সুখী, তারা কিন্তু স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসই মেনে চলেন। তাছাড়া বিবাহিত জীবনে ধূমপান বা অ্যালকোহলের বদভ্যাসও কমে যায় অনেকখানি। উভয়ের প্রতি ভালোবাসায় পরস্পরকে আরও ভালো থাকতে উৎসাহিতও করে।

কিন্তু ৪০ বছর বয়সের পর একা থাকা কিংবা সঙ্গী বা সঙ্গিনীকে হারিয়ে নতুন করে বিয়ে না করলে অসময়ে মৃত্যুঝুঁকিও বাড়তে পারে বলে মনে করেন গবেষকরা। এক্ষেত্রে ৪০ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত পৌঁছানোটাও নাকি দুষ্কর হয়ে যায়।

আর মাঝবয়সের ঠিক আগে বিবাহবিচ্ছেদের মতো ঘটনা ঘটলেও একাকী থাকার সিদ্ধান্ত নিলে তা আয়ুর ওপর ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলে।

কেননা, একা হলেই বিষণ্নতা ঘিরে ধরে মানুষকে। এক্ষেত্রে একা থাকার চেয়ে বিবাহিত জীবন কাটানোই দীর্ঘ জীবন লাভের উপায় বলে মনে করেন গবেষকরা।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে