চুল দিয়ে টেনে নিলেন ৪ টনের গাড়ি
এক্সক্লুসিভ ডেস্ক : একসময় চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতেন অ্যানসটেসিয়া। চুল নিয়ে গর্ভ করতেন তিনি। তার মতো চুল আর কারো নেই বলে বেড়াতেন। তার চুল এমন কিছু করতে পারে যা আর কেউ করতে পারেন না।
কিন্তু তার এমন কথায় মন গলতো না কারো। এরপরই অ্যানটাসিয়া জড়িয়ে পড়লেন সার্কাস দলে।
চুলের জোরে দেখিয়ে দিলেন তার কারিশমা। ৪ টনের একটি ভারী গাড়িকে টেনে নিয়ে গেলেন অ্যানসটেসিয়া। নজর কাড়লেন গোটা বিশ্বের। এ ঘটনা বেশিদিন আগের নয় কয়েকদিন আগের।
এমন খবর দিয়েছে জি নিউজ।
বায়োকমিস্টের ছাত্রী অ্যানসটেসিয়ার জন্ম পোলান্ডে। পড়াশোনার জন্য তিনি চলে যান লন্ডনে। এরপর ঘটনাপ্রবাহে তিনি দেখাতে থাকেন নিজের চুলের কেরামতি।
অ্যানসটেসিয়ার চুলের জোর এতোই যে, শক্তিমান পালোয়ানরা যা পারে না তা তিনি করে দেখিয়ে দিয়েছেন। ৫৩ কেজির এক ব্যক্তিকে শুধু চুল দিয়ে তুলে নামিয়ে দেখান তিনি। এ কীর্তি গিনিস বুক অফ ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছে।
৪ টনের গাড়ি টেনে অবাক করা এ মহিলা এখন হতে চান বন্ড গার্ল। সে যোগ্যতাও আছে নাকি তার- এমনটাই জানিয়েছেন তিনি। বন্ড গার্ল হিসেবে অভিনয় করার সব যোগ্যতার কোনোটির কমতি নেই বলেও জানান তিনি।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস