শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০১:৫১

স্বপ্নের প্রমোদতরী ফ্ল্যামিঙ্গো!

স্বপ্নের প্রমোদতরী ফ্ল্যামিঙ্গো!

এক্সক্লুসিভ ডেস্ক : উন্নত বিশ্বের চেয়ে হয়তো এখনও আমরা অনেক পিছিয়ে । তাই বলে কি থেমে আছি? না, আমরাও দ্রুতগতিতে অগ্রসর হচ্ছি সামনের দিকে । বাস্তবায়ন করছি স্বপ্নের পরিকল্পনা।

বাস্তবে না দেখলে যে কারোরই বিশ্বাস করতে কষ্ট হবে, এ রকম অসম্ভব চমৎকার কিছু হতে পারে । আমাদের এই দেশে এখনও কিছু উদ্যমী উদ্যোক্তা রয়েছেন, যারা স্বপ্ন দেখেন নতুন কিছু করার । যাদের স্বপ্ন শুধু স্বপ্নতেই থেমে থাকে না, গণ্ডি পেরিয়ে রূপ নেয় বাস্তবে।

তেমনই  স্বপ্নের একটি বাস্তব চিত্র বাংলাদেশের ইতিহাসে প্রথম আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত প্রমোদতরী 'এম.ভি ফ্ল্যামিঙ্গো' নামের এই জাহাজটি, যার অপারেশনের দায়িত্বে রয়েছে ‘রেগে এন্টারটেইনমেন্ট এন্ড ট্যুরিজম লিমিটেড।

যার ভেতরে প্রবেশ করার পর আপনি অস্পষ্ট স্বরেই বলে ফেলতে পারেন ‘ওয়াও ফ্যান্টাস্টিক’ !

 

কি নেই এখানে? আরামদায়ক এটাস্ট বাথ কেবিন, স্পা, ম্যাসাজ, জিমসহ  আছে অনেক কিছুই, যা প্রমোদতরীটির ভেতরে না গেলে অনুভব করা যায় না । বলতে পারেন অবিকল এক ভাসমান ফাইভ স্টার হোটেল, যা একজন ভ্রমণকারীকে মুখরিত করবে নিমিষেই। যা না দেখলে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ।

আর প্রমোদতরীটির সবচেয়ে বড় আকষর্ণের কথা যদি বলতেই হয়, তাহলে বলবো এ যেন হাতে গড়া প্রাকৃতিক সৌন্দর্যের এক  নিদর্শন! নিশ্চয়ই ভাবছেন, প্রমোদতরীটির আবার প্রাকৃতিক সৌন্দর্যের কথা কেন আসলো? হ্যাঁ আসারই কথা, কেননা প্রমোদতরীটির ছাদে রয়েছে অপূর্ব এক বাগান, গাছ এবং চোখ ধাঁধানো নিপুণভাবে লাগানো সবুজ ঘাস । আর বিশেষ করে ছাদটা করাই হয়েছে ফ্যামিলি ফ্যাসালিটির জন্য, আর গার্ডেনটা করা হয়েছে বাচ্চাদের জন্য ।

করপোরেট মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং বিভিন্ন ফরেন ট্যুরিস্টদের এটি আকর্ষণ করবে  সুনিশ্চিত। ভাসমান বিলাসবহুল এই প্রমোদতরীটিতে ভ্রমণ ছাড়াও বিয়ে, জন্মদিনসহ ব্যক্তিগত ও অফিসিয়াল যে কোনো অনুষ্ঠানের জন্য এটি ব্যবহার করা যাবে ।



নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে কথা হয় 'ফ্ল্যামিঙ্গো'-এর সি.ই.ও তাসলিম আমিন শোভনের সাথে। তিনি এমটিনিউজ২৪-এর এ প্রতিবেদককে জানান, নিরাপত্তার কোনো ঘাটতি নেই আমাদের। আমরা নিরাপত্তার ব্যাপারে ১০০% নিশ্চয়তা দিতে পারি । ট্যুর চলাকালীন এখানে আর্মড আনসার বাহিনী ২৪ ঘণ্টাই কর্মরত থাকে। এছাড়া পুরো প্রমোদতরীটির ভেতরে এবং বাইরেও সিসি ক্যামেরা দিয়ে পর্যাবেক্ষণ করা হয়।

তার স্বপ্নের 'ফ্ল্যামিঙ্গো' নিয়ে তিনি আরও জানান, এটি একদিন আমার স্বপ্ন ছিল। আজ তা বাস্তবে রূপ নিয়েছে। তেমনই প্রায়  চার বছর আগের কথা, ট্যুরিজম বিজনেস শুরু করার পর আমাদের ম্যানেজিং ডিরেক্টর জামাল উদ্দিন সাহেবের সাথে আমি গল্প করেছিলাম। কথা বলতে বলতে আমি তাকে বলেছিলাম, আমার একটা স্বপ্ন ছিল যে আমি এরকম একটা জাহাজ বানাবো। আর তখন থেকেই আমাদের এম.ডি সাহেবের ইচ্ছা এবং আমার স্বপ্ন দুইয়ে মিলেই ধীরে ধীরে বাস্তবের রূপ নিল স্বপ্নের এই এম.ভি ফ্ল্যামিঙ্গো।

 

এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর আমাদের অনেক পাঠকই ফোনে এবং মেইলে প্রমোদতরীটির বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। পাঠকদের সুবিধার্থে প্রমোদতরীটির বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন : ০১৭১-৩১১২২৫৫, ৯৮৫৬৮১২-১৩।

২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে